জেনে নিন ধাওয়ানের মতে কোহলি এবং ধোনির মধ্যে সেরা অধিনায়ক কে?

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2010 সালে জাতীয় দলে অভিষেক ঘটে ভারত ওপেনার শিখর ধাওয়ানের। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকার পর 2014 সালে ধোনির হাত থেকে ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের ব্যাটন বিরাট কোহলির হাতে যায়। তারপর 2017 সালে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় বিরাট কোহলির হাতে। ধোনি এবং কোহলি দুই অধিনায়কের নেতৃত্বেই ভারতীয় দলে খেলেছেন শিখর ধাওয়ান। কিন্তু কে সেরা অধিনায়ক ধাওয়ানের কাছে?

ভারতীয় দলের প্রাপ্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠানের সাথে লাইভ চ্যাটে শিখর ধাওয়ান জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির নেতৃত্বে আমি ভারতীয় ক্রিকেট দলে খেলেছি। তাই তার আগের কোনো অধিনায়কের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ধাওয়ানের কাছে বিরাট কোহলির থেকে কিছুটা এগিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির ক্রিকেটীয় ভাবনা চিন্তা সবার থেকে আলাদা ছিল বলে মনে করেন ধাওয়ান।

21296747908cfcc67b699dd47b8feaf90a54020c5f82378ad40f5ba04d4059a5dec262414 1

তবে যদি ব্যাটসম্যান হিসেবে বলতে হয় সেক্ষেত্রে ধোনির থেকে বিরাট কোহলি কে অনেকটা এগিয়ে রেখেছেন শিখর ধাওয়ান। সেই সাথে ওপেনার পার্টনার হিসাবে রোহিত শর্মা কে ফুলমার্ক দিয়েছেন গব্বর।

Udayan Biswas

সম্পর্কিত খবর