টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের বিরুদ্ধে মুখ খুললেন যুবরাজ সিং।

2019 বিশ্বকাপের পর ভারতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সঞ্জয় বাঙ্গারকে সরিয়ে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয় বিক্রম রাঠোরকে। আর এবার বিক্রম রাঠোর এর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাপ্তন ভারতীয় বাঁহাতি তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। যুবি প্রশ্ন তুললেন যে টি-টোয়েন্টি ক্রিকেটে আধেও বিক্রম রাঠোরের শেখানোর মতো কিছু আছে কিনা?

এই বিক্রম রাঠোর 1996 থেকে 1997 সাল মাত্র কয়েকটা মাস ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেন। এই সময়ে তিনি ছয় টি টেস্ট এবং সাতটি ওয়ানডে ম্যাচ খেলেন ভারতের হয়ে। তারপর তাকে আর জাতীয় দলের জার্সি গায়ে কোনদিন খেলতে দেখা যায়নি। আর সেই বিক্রম রাঠোর এখন বিরাট কোহলিদের ব্যাটিং কোচ।

585320086c5f5e27759eeadb5de0ba8cb6cc2a02df35d3b7ad81fddeab024c8b74eb0dbd

ইনস্টাগ্রাম লাইভ চ্যাটিং যুবরাজ সিং বলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আমার খুবই ভালো বন্ধু। কিন্তু আমার মনে হয় না যে ও ভারতীয় দলের ব্যাটিং কোচ হয়ে ভারতীয় ব্যাটসম্যানদের কোন প্রকার সাহায্য করতে পারবে। কারণ বিক্রম নিজের ক্যারিয়ারে কোনদিনও টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন নি। যে নিজে কোনদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলে নি সে কিভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানের সাহায্য করতে পারবে? এই বিষয়টি নিয়ে সংশয় রয়েছে যুবরাজ সিংয়ের। সেই সাথে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীকে নিয়েও সংশয় প্রকাশ করেছেন যুবি। যুবি জানিয়েছেন বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের সঠিক পরামর্শ দেওয়ার মত কাউকেই পাশে পাচ্ছেন না।

Udayan Biswas

সম্পর্কিত খবর