বর্ধমানে নেতাজী মূর্তিতে মাস্ক পরানো নিয়ে শুরু বিতর্ক, লেখক ও ইতিহাসবিদদের ভিন্ন ভিন্ন মত

বাংলাহান্ট ডেস্কঃ কখনও ভগবান শিব, আবার কখনও মা কালী, এরপর মাস্ক উঠল বর্ধমানের (Bardhaman) সর্বমঙ্গলাপাড়ার নেতাজী (Subhas Chandra Bose) মূর্তির মুখে। আর এই ছবি ভাইরাল হতেই দুইদলে ভাগ হয়ে যায় সমাজ। কেউ এই মাস্ক পড়ানোর বিরোধিতাতে সরব হন, তো আবার কেউ একে প্রতীকি চিহ্ন স্বরূপ বলেও মনে করছেন।

netaji 1

করোনার প্রভাব
করোনা ভাইরাসের (COVID-19) জেরে সমগ্র বিশ্ব এখন আতঙ্কিত। মহামারির কবলে পড়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বিশ্বের প্রায় ৩ লক্ষ মানুষ। ভারতেও এই রোগ বিস্তার লাভ করেছে। এই সংকটজনক পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলছেন সকলে। এবং সেই সঙ্গে মাস্ক এখন হয়ে দাঁড়িয়েছে নিত্যসঙ্গী।

বর্ধমানের সর্বমঙ্গলাপাড়ায় নেতাজী মূর্তিতে পরানো হল মাস্ক
সম্প্রতি বর্ধমানের সর্বমঙ্গলাপাড়ায় স্থাপিত নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। আর এই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই এই কাজের সপক্ষে এবং বিপক্ষে মতামত দিতে থাকে সমাজের বিভিন্ন মানুষজন। জীবদশায় নেতাজী বার কয়েক গিয়েছিলেন বর্ধমানে। সেখানে গিয়ে সভাও করেছিলেনে তিনি। এই শহরে তাঁর তিনটি মূর্তিও রয়েছে। এমনকি তাঁর এক অন্ধ ভক্ত তাঁর নামে এক মিষ্টির দোকানও খুলেছেন।

পক্ষে-বিপক্ষে উঠছে নানান প্রশ্ন
বর্ধমানের এই সর্বমঙ্গলাপাড়ার একটি সুভাষ মূর্তিতে মাস্ক পরানোর ছবিকে কেন্দ্র করে ওঠে নানান প্রশ্ন। কেউ বলেন, “নেতাজি আমাদের একজন প্রেরণার মানুষ। তাঁর মুখে মাস্ক পরানোর মাধ্যমে সমাজকে একটা বার্তা দেওয়া যাচ্ছে। এই সংকটের মধ্যে দেশপ্রেমিকও স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মান্য করেই চলছেন”। মাস্ক পরানোর সমর্থনে যেমন অনেকে আছেন, তেমনই এই কাজের বিরুদ্ধেও অনেকে বলেছেন, দেশের এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে ছেলেখেলা একদমই সাজে না।

corona virus getty

মনীষীর মুখে মাস্ক পরানোর ঘটনায় সরব ইতিহাস গবেষক
ইতিহাস গবেষক সর্বজিৎ যশ অবশ্য এই ঘটনার বিপক্ষেই সরব হয়েছেন। তিনি বললেন, “অনেকেই এটাকে একটা প্রতীকি ব্যাপার বললেও, এটা কিন্তু খুবই দৃষ্টিকটু। করোনার জন্য অবশ্যই সতর্কতার প্রয়োজন। কিন্তু তাই বলে মনীষীদের মুখে মাস্ক পরানোর বিষয়টা ঠিক নয় বলে, আমি মনে করি। নিজেরা মাস্ক পরলেই হবে।”

সমর্থন করলেন এক লেখকও
অপরদিকে লেখক বুলবুল কোনার নেতাজির মূর্তিতে মাস্ক পরানোকে সমর্থন করে বলেছেন, “আমাদের দেশের এক মহান নেতা সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাস্ক পরিয়ে এটা একটা বড় বার্তা দিচ্ছেন মানুষজন। নেতাজি আমাদের সঙ্গে পৃথিবীতে না থাকলেও, এই সংকটের সময়ে তাঁর আত্মাকে যেন কোন ভাইরাস সংস্পর্শ না করতে পারে। তাই এই কাজ যারা করেছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই”।

Smita Hari

সম্পর্কিত খবর