ভারতকে ভেন্টিলেটর প্রদান করবে আমেরিকা, প্রধানমন্ত্রী মোদীর পাশে আছি বার্তা দিলেন ট্রাম্প

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) সংকটের মধ্যে এবার নরেন্দ্র মোদীর (Narendra modi) পাশে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকা (United States) থেকে ভেন্টিলেটর আসছে ভারতে (India)। মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত গর্বের সহিত জানালেন, যে বন্ধু দেশ ভারতকে তারা ভেন্টিলেটর পাঠিয়ে সাহায্য করবে। এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে, ভ্যাকসিন বিকাশেও সহায়তা করবে।

00VIRUS VENTILATORS 01 superJumbo

ভারতের সাথে একত্রিত হয়ে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াব
মার্কিন প্রেসিডেন্ট এই সংকটের মধ্যে জানিয়েছেন, একত্রে মিলে এই এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে আমর রুখে দাঁড়াব। চলতি বছরের শেষের দিকেই করোনা ভ্যাকসিন আবিষ্কারের বিষয়েও জানান তিনি। আশা করা যাচ্ছে এই ভ্যাকসিন প্রয়োগে মানুষজন আশার আলো দেখতে পাবে।

ভারতীয় প্রচুর সংখ্যক বিজ্ঞানী আমেরিকায় রয়েছেন
সম্প্রতি ভারত থেকে ফিরে তিনি ট্যুইট করে জানান, ‘আমি কিছু সময় আগেই ভারত থেকে ফিরেছি। আমরা সকলে মিলে একত্রে এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করে চলেছি’। নরেন্দ্র মোদীকে একজন ভালো বন্ধু হিসাবে মান্যতা দিয়ে তিনি আরও বলে, ‘ভারতের অনেক দুর্দান্ত বিজ্ঞানী ও গবেষক আছেন, যারা আমেরিকায় থেকে রিসার্চের কাজ করেন। তারাও এইসময় করোনা ভ্যাকসিন আবিষ্কাররে কাজে নিজেদের নিয়োজিত রেখেছে’।

modi 555

ভেন্টিলেটর দেওয়ার পাশাপাশি পাশে আছি মোদীর
এই সংকটের মধ্যে আমেরিকার সরকার জানাল ভারতকে ভেন্টিলেটর দিয়ে সহায়তা করবে। এবং মোদীর পাশে আছি বলেও, আশ্বাস দিলেন ট্রাম্প।

আমেরিকায় করোনার প্রভাব
করোনা ভাইরাসের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকা। বিশ্বের মধ্যে আক্রান্ত এবং মৃতের দিক থেকে প্রথম স্থানে রয়েছে এই দেশ। শুক্রবার তিনি আরও বলেন যে, ২০২০ সালের শেষেই বাজারে পাওয়া যেতে পারে এই মারণ ব্যাধির ভ্যাকসিন। এর সাথে তিনি বলেন অর্থনৈতিক কর্মকাণ্ডকে পুনরায় শুরু করার পাশাপাশি রাজ্যগুলিকে আরও এগিয়ে যেতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর