লাস‍্যময়ী নন, ছোটবেলার এই ছবিতে উপচে পড়ছে মিষ্টতা, ভাইরাল সানির ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নীল ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন সানি লিওন (Sunny Leone)। প্রথম ছবি ‘জিসম টু’তেই সিনেপ্রেমীদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও ছবি, আইটেম গান, রিয়েলিটি শো সবেতেই নিজের ‘জলবা’ দেখিয়েছেন তিনি।


বলিউডে তিনি পরিচিত বেবি ডল নামে। খুব কম সময়ের মধ্যেই বলিউডে জাঁকিয়ে বসেছেন সানি লিওন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে দেখা গিয়েছে তাঁকে। ঝুলিতে রয়েছে একাধিক ছবিও।

https://www.instagram.com/p/B9jmJ2zBsvl/?igshid=1b2h6gpsenzp9

https://www.instagram.com/p/B8bvjAFB5Mo/?igshid=14d4od69esv54

তবে অ্যাডাল্ট ছবির জগৎকে অনেকদিন আগে বিদায় জানালেও সেই তকমাটা এখনও নিজের নামের থেকে আলাদা করতে পারেননি সানি। যে কোনও কাজ করলেই তাঁকে তাঁর অতীত দিয়ে আগে বিচার করা হয়।

https://www.instagram.com/p/B934GIuh8T3/?igshid=1kwais01pxofi

https://www.instagram.com/p/B9vlVsYj26N/?igshid=17e0hec86xwog

তবে এসবের আড়ালে মানুষটা যে কতটা খাঁটি তা বারে বারে বুঝিয়ে দিয়েছেন সানি। নিশাকে দত্তক নেওয়া থেকে শুরু করে বহু পথশিশুর খাবারের দায়িত্ব নেওয়া সবই করেন সানি। সেই সঙ্গে দর্শকদের মনোরঞ্জনের জন‍্য নানান কাণ্ড কারখানা তো রয়েইছে। এসবের মধ‍্যে দিয়েও সানির সরলতা ফুটে ওঠে।

https://www.instagram.com/p/B-4FsiZjLc4/?igshid=emutdef801sd

কিছুদিন আগেই ছিল সানি লিওনের জন্মদিন। এদিন তাঁর ছোটবেলার একটি ছবি বেশ ভাইরাল হয়। ছবিতে দেখা গিয়েছে কিশোরী বয়সের মিষ্টি সানিকে। তবে কম বয়সের সেই মিষ্টতাটা এখনও ধরে রেখেছেন তিনি।

https://www.instagram.com/p/CACPBLSjXIT/?igshid=1x1g70rg6485o

https://www.instagram.com/p/B_ag_c1Dbiq/?igshid=1uhbmuglj50w9

প্রসঙ্গত, কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাঁর মাখোমাখো সম্পর্কের কথা কারোরই অজানা নয়। স্ত্রীকে সব বিষয়েই সহযোগিতা করেন তিনি। একথা সানির নিজের মুখেই বলা। মোট কথা, স্বামী, পুত্র-কন্যা নিয়ে ভরা সংসার তাঁর।

সম্পর্কিত খবর

X