সুখবরঃ ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের যাতায়াতের খরচ দেবে রাজ্য সরকার, ঘোষণা মমতা ব্যানার্জীর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া বহন করবে রাজ্য সরকার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee)। উনি একটি ট্যুইট করে এই কথা জানান। ট্যুইটে লেখেন, ‘কঠিন পরিশ্রম করা রাজ্যের শ্রমিকদের কুর্নিশ জানাই। সাথে সাথে আনন্দের সাথে এও জানাই যে, শ্রমিক স্পেশ্যাল ট্রেনের করে ভিন রাজ্য থেকে যারা এরাজ্যে ফিরছেন, তাদের যাতায়াতের সমস্ত খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার।” উনি জানান, কাউকে কোন ভাড়া দিতে হবে না, এই নিয়ে রেল বোর্ডকে চিঠিও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পরিযায়ী শ্রমিকদের ভাড়া রাজ্য সরকার দেবে, সেই নিয়ে রাজ্যের মুখ সচিব রাজীব সিনহার স্বাক্ষর করা একটি চিঠি রেলওয়ে বোর্ডকে পাঠানো হয়েছে। মমতা ব্যাবার্জীর এই ট্যুইটের পর স্বরাষ্ট্রসচিব আলাপন ব্যানার্জী একটি সাংবাদিক বৈঠকে বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। ১০৫ টি বিশেষ ট্রেনের সমস্ত খরচ রাজ্য সরকারের অতরফ থেকেই দেওয়া হবে।”

আলাপন ব্যানার্জী জানান, এই নিয়ে রেলওয়ে বোর্ডকে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, কোন পরিযায়ী শ্রমিককে টিকিট কাটতে হবে না। উনি জানান, ১৪ টি রাজ্যের সাথে তথ্য মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করছে রাজ্য সরকার।

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরান নিয়ে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের তরজা চলার মধ্যে মমতা ব্যানার্জীর সরকারের পক্ষ থেকে এই দারুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাজ্যের শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনা নিয়ে অসহযোগিতার অভিযোগ করেছিল কেন্দ্র সরকার। যদিও ওই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে। তবে বলাই বাহুল্য, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে পরিযায়ী শ্রমিকদের মুখে হাসি ফুটতে চলেছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর