বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে গোটা দেশে ২৫ মার্চ থেকে লকডাউন জারি আছে। লকডাউন ৩.০ এর মেয়াদ ১৭ মে শেষ হচ্ছে, এখন অনেকের মনেই প্রশ্ন উঠছে যে, এরপর কি হবে? আপনাদের জানিয়ে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্কার বলে দিয়েছেন যে, লকডাউন ৪.০ লাগু হবে। আর লকডাউন ৪এ এবার নতুন রুপে আসবে।
আর এবার তথ্য পাওয়া যাচ্ছে যে, লকডাউন আরও দুই সপ্তাহের জন্য বাড়তে পারে। এর মানে এই যে, লকডাউন ৩১ মে পর্যন্ত লাগু থাকবে। চতুর্থ পর্যায়ের লকডাউনে কিসে নিষেধাজ্ঞা থাকবে, আর কিসে ছাড় দেওয়া হবে সেটা গতকাল জানানো হবে।
লকডাউনের চতুর্থ পর্যায়ে অটো, বাস আর ক্যাব সার্ভিসে ছাড় দেওয়া হতে পারে। যদিও কন্টেনমেন্ট জোনে এই পরিষেবায় নিষেধাজ্ঞা জারি থাকবে। এছাড়াও রেড জোন নিয়ে আলাদা ঘোষণা হতে পারে। ই-কমার্স ওয়েবসাইটে অপ্রয়োজনীয় বস্তু গুলো সাপ্লাই করার অনুমতি দেওয়া হতে পারে। এখনো পর্যন্ত অফিস আর ফ্যাক্টরিতে ৩৩ শতাংশ কর্মচারীদের নিয়ে কাজ করা হত, সেখানে ৫০ শতাংশ কর্মচারী নিয়ে কাজের সুযোগ দেওয়া হতে পারে।
সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, লকডাউনের চতুর্থ পর্যায় নিয়ে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আজ দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আর প্রধানমন্ত্রী কার্যালয়ের আধহিকারিকদের সাথে লকডাউন ৪ এর দিশা নির্দেশ নিয়ে ২ ঘণ্টার বেশি বৈঠক হয়। এই বৈঠকে মুখ্যমন্ত্রীদের তরফ থেকে দেওয়া পরামর্শ নিয়েও চর্চা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই লকডাউনে ভবিষ্যতের কথা ভেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সাথে সাথে আমাদের জীবনও যেন চলতে পারে সেই নিয়ে চিন্তা করা হয়েছে। লকডাউনের চতুর্থ পর্যায়ে সামাজিক দুরুত্ব, পরিস্কার পরিচ্ছন্নতা আর মাস্ক ব্যবহারের গুরুত্ব আরও বাড়তে চলেছে।
লকডাউনের চতুর্থ পর্যায়ে স্কুল, কলেজ, মল আর সিনেমা হল খুলবে না। যদিও সেলুন গুলো খোলার অনুমতি দেওয়া হবে তবে সতর্কতা অবলম্বন করা প্রাথমিকতার মধ্যে পরবে। যদিও কন্টেনমেন্ট এলাকায় সেলুন বন্ধ থাকবে।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে