বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসকে (COVID-19) নিয়ে বহুবার বহু বিতর্কে জড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কখনও তাঁরা জানিয়েছেন এই মারণ ব্যাধি মানুষের মাধ্যেম ছড়ায় না, তো আবার কখনও মাস্ক নিয়ে মন্তব্য করায় সমালোচনার শিকার হয় এই সংগঠন। করোনা ভাইরাসের বিষয়ে যখন বিশ্বের সমস্ত দেশ চীনকে দোষারোপ করেছিল, তখন আবার WHO চীনকে সমর্থন যুগিয়েছিল বলেও বারবার অভিযোগ উঠেছিল।
করোনা বিষয়ে WHO -এর মতামত
বর্তমানে এই WHO করোনা ভাইরাসের উৎপত্তি কারক হিসাবে চীনকে স্বীকার করে নিয়েছে। এবং ভাইরাসের মুক্তি সম্পর্কে বিভিন্ন পন্থাও অবলম্বনের পথ দেখাচ্ছে। সম্পরতি তারা জানিয়েছেন, ‘খোলা জায়গায় জীবাণুনাশক ছড়ালেই করোনা মরে না, এতে উল্টে মানুষেরই ক্ষতি হচ্ছে’। কারণ ব্যাখ্যা করতে গিয়ে WHO জানাচ্ছে, খোলা জায়গায় ধুলো বালির সাথে মিশে এই জীবাণুনাশকের ক্ষমতা কমে গিয়ে নিস্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বে করোনা পরিস্থিতি
বিশ্বব্যাপী মারণ ব্যাধি সৃষ্টিকারী করোনা ভাইরাস সমগ্র মানবজাতির কাছে আতঙ্ক সৃষ্টি করছে। গবেষকরা এই ভাইরাসের সঠিক প্রতিষেধক আবিষ্কারের লক্ষে নিয়জিত রয়েছেন। আশা করা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই এই ভাইরাসের সঠিক ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হবে। এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ মানুষ এই ভাইরাসের কবলে পরে প্রাণ হারিয়েছেন।
জীবাণুনাশকে করোনা মরে না
করোনা ভাইরাসের মুক্তি কারণে বিভিন্ন অঞ্চলে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। কোন অঞ্চলে কোন ব্যক্তি করোনা আক্রান্ত হলে, তাঁর বাড়ি সহ আশেপাশের এলাকাতেও দেওয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। কিন্তু WHO-এর বিজ্ঞানীরা মনে করছেন, পরিবেশে এই জীবাণুনাশক ছড়ালে, উপকারের থেকে অপকারই বরং বেশি হচ্ছে।
উল্টে মানুষেরই ক্ষতি হচ্ছে
সাধারণ ভাবে কোন জীবাণুনাশককে কোন ব্যক্তি বা প্রাণীর উপর প্রয়োগ করা ঠিক নয়। নাহলে তাঁর শারীরিক এবং মানসিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। ‘মানব দেহে লোরিন বা অন্যান্য বিষাক্ত রাসায়নিক স্প্রে ব্যবহার করলে, ব্যক্তিটির চোখ ও ত্বকের জ্বালা অনুভূত হয়ে ব্রঙ্কোস্পাজম এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনালের প্রভাবও দেখা দিতে পারে। কিন্তু উল্টো দিকে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা একদমই কমে যায় না’- জানাচ্ছে WHO।
জীবাণুনাশক সঠিক প্রয়োগ পদ্ধতি
WHO জানাচ্ছে যদি কোন শুকনো কাপড়ে করে জীবাণুনাশক নিয়ে, তা দিয়ে মোছা যেতে পারে, তাহলে অনেক উপকার হয়। স্প্রে ছড়ানোর থেকে কাপড়ে করে মুছলে বেশি উপকার। তবে এই সামান্য উপায়ে চট করে করোনা ভাইরাসের মৃত্যু হয় না বলেও জানালেন তারা।