এবার সরকারি চাকরি তুলে দেওয়ার পথে কেন্দ্রীয় সরকার, ইঙ্গিত নির্মলা সীতারমণের

 

 

বাংলা হান্ট ডেস্ক : করোনা ভাইরাসের আতঙ্কে রীতিমতো নাজেহাল ভারতবাসী। দেশজুড়ে বিভিন্ন জায়গায় এখনো চলছে লকডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কাল থেকে লকডাউন 0.4 শুরু হতে চলেছে। চতুর্থ দফার লকডাউনে কি কি ছাড় থাকবে তা কালই জানাবেন প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাসের থাবায় ধুঁকছে দেশের অর্থনীতি। সম্প্রতি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানেই তিনি একগুচ্ছ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন দেশবাসীর উদ্দেশ্যে। যদিও প্রধানমন্ত্রীর এই ভাষণের পর বিরোধী শাসকদল ব্যঙ্গ করে বলেন, ” এত টাকা দেওয়ার কি দরকার! 2014 সালে দেওয়া 15 লক্ষ টাকাই তো এখনো শেষ হয়নি।”

IMG 20200517 131907

এর মাঝেই গতকাল 500 খনির বেসরকারিকরণের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কয়লা খনির পর এবার সরকারি চাকরি তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী। এবার গোটা কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পলিসি নিয়ে এল কেন্দ্রীয় সরকার।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, কিছু বিশেষ ক্ষেত্রে ন্যূনতম একটি সরকারি সংস্থা থাকবে,বাকিগুলি বেসরকারি সংস্থার হাতে দিয়ে দেওয়া হবে। এই বিশেষ ক্ষেত্রগুলির নামের তালিকা ঘোষণা করা হবে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে বেশিরভাগ সরকারি চাকরির আর কোনো অস্তিত্বই থাকবে না।

Udayan Biswas

সম্পর্কিত খবর