বাংলাহান্ট ডেস্কঃ জিও ( jio) এর ১০১ টাকার প্ল্যানকে টেক্কা দিয়ে এয়ারটেল ( airtel) নিয়ে এল ৯৮ টাকার ডেটা প্ল্যানে দ্বিগুন ডেটা। জিও ১০১ টাকার প্ল্যানে ১২ জিবি হাইস্পিড ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা Jio। এবার ৯৮ টাকাতেও সমান ডেটা দেবে এয়ারটেল।
পাশাপাশি, জিও এর ১০১ টাকার প্ল্যানে কোনও ভ্যালিডিটি নেই। অ্যাকটিভ প্রিপেড প্ল্যানের উপর ‘অ্যাড অন’ হিসাবে কাজ করে এই প্ল্যান। সেখানে ঐ প্ল্যানটির বাকি থাকা মেয়াদ যদি ১ দিন হয় তবে ডেটা প্যাকটিরও ভ্যালিডিটি ১ দিন৷ সেখানে Airtel-এর ৯৮ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি রয়েছে।
জিও এর মত এয়ারটেলের এই ৯৮ টাকার প্রিপেড প্ল্যানে কোনও ভয়েস কলিং বা এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না।
এছাড়াও, এয়ারটেলের 298 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়। বৈধতা 28 দিন।
এয়ারটেলের 399 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 3 জিবি করে ডাটা পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যায় আমাজন প্রাইম এর সদস্যপদ।যার বৈধতা 56 দিন পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়
এয়ারটেলের 449 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়।বৈধতা 56 দিন।
449 টাকার মত 498 টাকার প্ল্যানেও প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়।কিন্তু এই প্ল্যানের বৈধতা 84 দিন