বাংলাহান্ট ডেস্ক :প্রকাশ্য দিনের আলোয় গুলি করে হত্যা করা হলো বিহারের (bihar)বেগুসরাই জেলায় বিজেপি নেতা ধীরাজ ভরদ্বাজকে (Dhiraj Bharadwaj) । এ ঘটনায় তাঁর অপর দুই সহযোগী গুরুতর আহত হয়েছেন। ধীররাজ ভরদ্বাজ বাড়ি ফেরার সময় কয়েকজন পরিচিতের সাথে কথা বলার সময় কয়েক জন আচমকাই তারপর ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী ।একই সঙ্গে ধীররাজের সাথে পরিচিত অনিল যাদবও গুরুতর আহত হয়েছিলেন।শব্দ শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলের ছুটে যায় এবং ওই দুষ্কৃতীদের ধাওয়া করে।
बेगूसराय भाजपा युवामोर्चा के जिलामहामंत्री धीरज भारद्वाज की हत्या अपराधियों ने गोलीमार कर दी
माननीय @NitishKumar जी क्या यही आपकी सुशासन की सरकार है बेगूसराय में ये कोई पहली हत्या नही हर रोज हत्याएं होती है आप और आपका प्रशासन दोनों विफल है
हत्यारों को फाँसी दो#BankNirbharBharat pic.twitter.com/YGaXLoMIwH— Gunjan Mishra (@HinduGunjan) May 17, 2020
দুষ্কৃতীরা আচমকাই হামলা করেন
এই ঘটনা নিয়ে বিজেওয়াইএমের জেলা সাধারণ সম্পাদক, মুফাসসিল থানা এলাকার কাঠমা গ্রামের বাসিন্দা, ধীররাজ ভরদ্বজ রবিবার বাড়ি ফিরছিলেন। এই সময়ে,হামলাকারীরা গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে কাঠমা গ্রামের বিট্টু কুমারও আহত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, দুটি বাইকে চড়ে আসা একদল হামলাকারী এই ঘটনার পরই চম্পট দেন।এই দিন গ্রামের রাস্তায় ধীরাজ ভরদ্বাজএর সাথে হঠাৎ দেখা হয়ে অনিল যাদবের । আর ধীররাজ ভরদ্বাজ অনিলের সাথে কথা বলাকালীন দুষ্কৃতীরা ধীররাজ কুমারের উপর গুলি ছুড়তে শুরু করে। এরপর পুলিশ এসে দেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়।
জেলা প্রশাসনে বিজেপি নেতা ধীরজ হত্যার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কয়েকশ লোক ঘটনাস্থলে একত্রিত হয়ে প্রতিবাদ করেন । আর এই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে এদিন ক্ষোভ দেখা যায় । দিনের আলোতে ধীরজ হত্যাকাণ্ড পুলিশ প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলেছে।