পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন শাহিদ আফ্রিদি।

Published On:

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। এটাই প্রথম নয় এর আগেও বিভিন্ন জনসভায় গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন শাহিদ আফ্রিদি। এবার শাহীদ আফ্রীদি পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এর ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দুই দেশের রাজনৈতিক তরজা আরও উসকে দিলেন শাহিদ আফ্রিদি।

পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে শাহিদ আফ্রিদি বলেন আজ আমি একটা সুন্দর গ্রামে এসেছি। দীর্ঘদিন ধরে আমার এই গ্রামে আসার ইচ্ছা ছিল। অবশেষে আমার সেই ইচ্ছা পূরণ হলো। তিনি বলেন এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর করোনা ভাইরাস। তবে সেই ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকেও খারাপ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মস্তিষ্ক।

এর আগেও যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসেছিলেন সেই সময় একবারে প্রকাশ্যে সরাসরি নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন আফ্রিদি। তিনি বলেছিলেন যে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক গড়ে উঠছে না। এছাড়াও তিনি বলেছিলেন ভারতের ক্ষমতায় যতদিন থাকবেন নরেন্দ্র মোদী ততদিন দুই দেশের সম্পর্ক ভালো হতে পারে না।

X