বাংলাহান্ট ডেস্কঃ লড়াই করছেন তাঁরা । প্রতিদিনের জীবন সংগ্রাম এখন বদলে গিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে । একটাই লক্ষ্য, যে করে হোক বাড়ি ফিরতে হবে । যে ভাবে হোক বাঁচতে হবে, বাঁচাতে হবে নিজের ভবিষ্যৎকে। যে কোনও মূল্যে তাই সেই চেষ্টাই করে চলেছেন পরিযায়ী শ্রমিকরা । তৃতীয় দফার লকডাউন (lockdown) চলছে দেশজুড়ে । লকডাউনের জেরে বন্ধ দোকানপাট, কল কারখানা, যানবাহন ।
হয়তো সুদিনে নিজের ঘর ছেড়ে ভিন রাজ্যে পারি দিয়েছিলেন এঁরা । কাজ খুঁজতে অন্য কোথাও বেঁধেছিলেন ঘর। এখন দুর্দিনে সবই গিয়েছে । না আছে সেই কাজ, না ঘর । হাতে টাকা নেই, পেটে ভাত নেই । সামনে শুধু পড়ে অনন্ত রাস্তা । আর সেই রাস্তার শেষেই রয়েছে বাড়ি, নিজের বাড়ি ।
পরিযায়ী শ্রমিদের ছবি সারাদেশ থেকে ক্রমাগত আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে এই ছবিগুলি। রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছে। ইতিমধ্যে একটি ভিডিও (video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হয়েছে। এতে কিছু লোককে নদী পার হয়ে নৌকো বাইকে মালামাল বহন করতে দেখা গেছে এবং কিছু লোকের মাথায় জিনিসপত্র বহন করতে দেখা গেছে। এর মধ্যে মহিলা ও শিশু ছিল। ভিডিওটি সাহারানপুরের(Saharanpur) আশেপাশে বলা হয়েছিল।
বলা হয়েছিল যে, এই ভিডিওটি যমুনা নদীর এবং ভিডিওতে উপস্থিত লোকেরা অভিবাসী শ্রমিক যারা নিজের জীবন ঝুঁকি নিয়ে নদী পার হয়ে তাদের গ্রামে যাচ্ছেন। আরও বলা হয়েছিল যে এই অভিবাসী শ্রমিকরা হরিয়ানা থেকে যমুনা নদী থেকে আসছেন।
Viral video – Migranat laborers are going to uttar pradesh from Haryana via crossing the Yamuna river. pic.twitter.com/YsdR1KVVO4
— Nikhil Choudhary (@NikhilCh_) May 13, 2020
তবে যখন সাহারানপুরের জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ সিংয়ের (Akhilesh Singh) সাথে কথা হয়, তখন তিনি বলেছিলেন যে এই ভিডিওটি সাহারানপুরের নয়। যদিও কিছু শ্রমিক এই পথে আসতে চেষ্টা করছে তবে সব কিছু ফোর্স জায়গা জায়গায় নিযুক্ত করা হয়। যে সমস্ত কর্মী আসছেন তাদের রাধা স্বামী সত্যাশংয়ে রাখা হচ্ছে। সেখান থেকে বাস ও ট্রেনে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। তিনি বলেছিলেন যে এই মুহুর্তে এই ভিডিওটি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, যানবাহন বন্ধ হওয়ায় পরিযায়ী শ্রমিকদের কাছে হেঁটে বাড়ি ফেরা ছাড়া আর অন্য কোনও উপায় নেই । মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফেরার পথ ধরেছেন তাঁরা । কখনও সঙ্গে শিশু সন্তান, কখনও বৃদ্ধ বাবা-মা, কখনও গর্ভবতী স্ত্রী । তাও ফেরার চেষ্টা করেই চলেছেন এই পরিযায়ী শ্রমিকরা । যেমন দেখা গেল উত্তরপ্রদেশ-হরিয়ানা সীমান্তে। লকডাউনের জন্য সীমান্ত সিল করে রাখা হয়েছে । রাস্তা ধরে গেলে সীমান্ত পেরতে দেবে না প্রশাসন, তাই বাধ্য হয়ে জলপথ ধরলেন শ্রমিকরা । যমুনা নদী পেরলেন ১০০ পরিযায়ী শ্রমিক । মাথায় নিলেন বোঁচকা…একে অপরের হাত ধরলেন । তারপর মানববন্ধনেই পৌঁছে গেলেন উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা অঞ্চলে ।