বাংলাহান্ট ডেস্ক : লক ডাউনে(lockdown) বিহারের (bihar)গয়াতে(Gaya) এমন একটা বিয়ের ঘটনা প্রকাশ্যে আসে যা দেখে অবাক অনেকেই। বিহারে দুজন দম্পতি এই লক ডাউনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কনে দীপা কুমারী এবং পাত্র রীতেশ দুজনেই সামাজিক দূরত্ব মেনে পরস্পর একে অপরকে মালা পড়ায় । আবার বিয়ের সময় দু’জনেই মাস্ক পরেছিলেন। প্রশাসনের অনুমতি নিয়ে দু’জনই গয়ের মঙ্গলগৌরী মন্দিরে পরিবারের সদস্যদের সামনে একে অপরকে বিয়ে করেন। মুখে মাস্ক এবং খুঁটির সাহায্যে মালা পড়ানোর এই বিষয় সবার নজর কেড়েছে ।
আন্ত-বর্ণ বিবাহের জন্য পরিবারের লোক রাজি হয়নি
আর এই বিয়েতে প্রায় দশ জন মতন পারিবারিক সদস্য উপস্থিত ছিলেন। কোনও যৌতুক ছাড়াই এই আন্ত-বর্ণ বিবাহ হয়ে। দু’জনই আলাদা বর্ণের হওয়ার আগে থেকে পরিবারের সদস্যরা অনেক আপত্তি করেন। এরপর অবশ্য তারাও এই বিয়েতে সহমত দেন। প্রায় ছয় বছরের প্রেম সম্পর্ক পরিণতি পাওয়ায় খুশী দীপা এবং রিতেশ। বিয়ের পরে কনে দীপা কুমারী জানিয়েছিলেন যে দুজনেই একই কোচিং সেন্টারে পড়াশোনা করতেন। সেখান থেকেই বন্ধত্ব এবং প্রেম এবং বিয়ে। কিন্তু লক ডাউনের কারণে বিয়ে বাঁধা পায়।অবশেষে ১৮ ই মে উভয় পক্ষই মন্দিরে বিবাহ এবং অনুষ্ঠানগুলি সম্পন্ন করার জন্য প্রশাসনের অনুমতি নিয়ে বিয়ে করার উদ্যোগ নেয় । এই