বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ঘোষণা করেছিলেন অতিথি শিক্ষকদের নির্দিষ্ট বেতন দেওয়া হবে। কিন্তু সেই ঘোষণা এখনও পর্যন্ত কার্যকর হয়নি।আর তাতে কার্যত নাজেহাল অবস্থা অনেক পার্শ্ব শিক্ষকদের। এদের মধ্যে একজন হলেন মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ভূগোলের অতিথি শিক্ষক আব্দুল উকিল।২০১৪ সালের শেষের দিকে পার্শ্ব শিক্ষক হিসেবে যোগ দেন আব্দুল। কিন্তু ভাগ্যেরu এমনি পরিহাস কোরোনার এই খারাপ পরিস্থিতিতে অসুস্থ বাবা, মায়ের পথ্য জোগাড়ে রাজমিস্ত্রির জোগালির কাজ করতে হচ্ছে ভূগোলের অধ্যাপক আব্দুলকে।
দীর্ঘ চার বছর ধরে শিক্ষকতা
আব্দুলই প্রথমে ইসলামপুরের ওই কলেজে ভূগোলের অনার্স কোর্স শুরু করেন আর তারপর থেকেই শুরু হয়ে ভূগোলের অনার্স ক্লাস। প্রতিমাসে শর্তসাপেক্ষ ৫ হাজার টাকা কলেজ থেকে পেলেও সেই টাকায় সংসার চলেনা আব্দুলের। এই কটা টাকায় অসুস্থ বাবা মার দেখভাল করাও হয়ে না। বাবা মার চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার আর তারপর জন্যই এই রাজমিস্ত্রির কাজ। আর এই অবস্থায় রাজ্যের বহু কলেজে অতিথি শিক্ষকরা বেতন তো দূর অনলাইন ক্লাসের টাকাও ঠিক করে পাচ্ছে না।কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সরকারও কোনো পদক্ষেপ নিতে পারছেন না। আর আব্দুল এর মতন এরকম অনেক শিক্ষকদেরই খারাপ সময়ের মধ্যে দিয়েছে দিন কাটাতে হচ্ছে। যার সুরাহা কবে হবে কি করে হবে জানেনা কেউই।পাশাপাশি শিক্ষা দফতর এই নিয় এখন কোনো সিদ্ধান্ত নেবে কিনা বা নিলেও কার্যত কবে থেকে তা বাস্তবে কার্যকরী হবে সেই নিয়ে রয়েছে অনেক প্রশ্ন।