করোনা সঙ্কটের মধ্যেই পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াল দুর্গা বাহিনী

বাংলাহান্ট ডেস্কঃ প্রতি বছর বিশ্বজুড়ে জুড়ে কোটি কোটি মুসলিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা পালন করে। বহরমপুর (Bahrampur) খাগড়া স্বর্গধাম সেবক সংঘের তরফ থেকে মহিলাদের নিয়ে গঠিত হয়েছে দুর্গা বাহিনী। করোনা মোকাবিলায় এই বাহিনী বিভিন্নভাবে আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

coronavirus 4972480 1280

পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই একটি মাস তারা রোজা পালন করেন আর ইফতারের মধ্য দিয়ে ভাঙ্গা হয় রোজা এই পবিত্র রমজান মাসে রোজদার মানুষদের ইফতারের ব্যবস্থা করার মধ্য দিয়ে। এই পবিত্র রমজানে অংশীদার হবার লক্ষ্যেই এলাকার সাড়ে ৩০০ রোজদার মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন খাগড়া স্বর্গধাম সেবক সংঘের এই দুর্গা বাহিনী।

coronatestkit

উল্লেখ্য,  প্রতি বছরের মতো ফিরে এল পবিত্র মাহে রমজান। সংযমচর্চার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন ও মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন করেন। মুসলিম উম্মাহর এই গুরুত্বপূর্ণ মাসটি এবার পালিত হতে চলেছে করোনা আক্রান্ত বিশ্বের এক ভয়াবহ লকডাউন পরিস্থিতির মধ্যে। মারণব্যাধি এই ভাইরাসের কারণে সরকারের পক্ষ থেকে সবাইকে নিজ বাসায় ইফতার ও তারাবির নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছে।

namaj

প্রসঙ্গত, চলছে রমজান মাস। আর মুসলিম সম্প্রদায়ের এই পবিত্র মাসেই গার্ডেন রিচের জামিয়া মসজিদের ইমাম করোনা মোকাবিলায় এগিয়ে এলেন। মসজিদটি বাঙালি বাজার মসজিদ হিসেবেই পরিচিত। বুধবার রাজ্য প্রশাসনকে এর তৃতীয়তলটিতে কোয়ারেন্টাইন (Quarantine) সেন্টার তৈরির প্রস্তাব দেন মৌলানা কারি মহম্মদ মুসলিম রাজয়ি। বলেন, “মসজিদের তিনতলায় ৬ হাজার বর্গফুট জায়গা রয়েছে। সেখানে স্থানীয় ও আশপাশের মানুষদের থাকার বন্দোবস্ত করার প্রস্তাবদিচ্ছি। আরও জায়গার প্রয়োজন হলে, সেই ব্যবস্থাও আমরা করব। মসজিদের আরও দুটো তলা তো রয়েইছে। তাছাড়া প্রয়োজনে আমাদের এলাকার স্কুলটিও দেওয়া হবে। পুরসভা চাইলে এই জায়গাটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারে। আমরা সাধ্যমতো সমস্ত ব্যবস্থাই করেছি।”

সম্পর্কিত খবর