পরনে ক্রপ টপ ও হটপ‍্যান্ট, লকডাউনে উষ্ণতার পারদ চড়াচ্ছেন দিশা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট নিজের ওপর কীভাবে ধরে রাখতে হয় দিশা পাটানির (disha patani) থেকে ভাল বোধহয় আর কেউই জানেন না। নিত্যনতুন ফটোশুটে অনুরাগীদের মনে ঝড় তুলতে তাঁর জুড়ি মেলা ভার। স্টাইলিশ ওয়েস্টার্ন পোশাকে নিজেকে কীভাবে মেলে ধরতে হয় সেটাও খুব ভাল করেই জানেন দিশা পাটানি। এমনি এমনি কি আর ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের ঢল!


দিশা পাটানি মানেই নতুন স্টাইল স্টেটমেন্ট। নতুন প্রজন্মের এই সুন্দরী নায়িকাকে ইনস্টাগ্রাম ‘সেনসেশন‘ বললে বোধ হয় খুব একটা ভুল বলা হয় না। নেটিজেনদের বুকে ঝড় তোলার জন্য তাঁর একটি ছবিই যথেষ্ট।

https://www.instagram.com/p/CAIT26zAIxJ/?igshid=jsqf35flb65f

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায়ই নিত্যনতুন ছবি শেয়ার করেন দিশা। জনপ্রিয় ব্র্যান্ড কেলভিন ক্লেইন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন দিশা পাটানি। তাই এই ব্র্যান্ডের হয়ে প্রায়ই ফটোশ্যুট করতে দেখা যায় তাঁকে।

https://www.instagram.com/p/B_g1mNQgpJl/?igshid=11hylrjt38kef

সম্প্রতি ফের কিছু নতুন ছবি শেয়ার করেছেন দিশা। ছবিতে দেখা যাচ্ছে হলুদ রঙের ক্রপ টপ ও অফ হোয়াইট রঙের হটপ‍্যান্ট পরেছেন অভিনেত্রী। প‍্যান্টের ওপরে জড়িয়েছেন একটি নীল চেক শার্ট। এভাবেই ক‍্যামেরাবন্দি হয়েছেন দিশা।

https://www.instagram.com/p/B-4DnAsgmMW/?igshid=jikccfi84lvc

বাড়িতে বসেই ফটোশুট করেছেন অভিনেত্রী। ইতিমধ‍্যেই ২২ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। নেটিজেনরাও প্রশংসা করছেন দিশার। মন্তব‍্য করেছেন দিশার প্রিয় বান্ধবী কৃষ্ণা শ্রফও।

https://www.instagram.com/p/CASN8NDgMqC/?igshid=810brism3936

প্রসঙ্গত, লকডাউনে বাড়িতে বসে কখনও ফটোশুট কখনও বা টিকটক করে সময় কাটাচ্ছেন দিশা। মাঝে মাঝেই মজার টিকটক ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে।

সম্পর্কিত খবর

X