অমিত শাহের নির্দেশ: বোর্ড পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করতে হবে রাজ্যগুলিকে, মানতে হবে কিছু নিয়ম

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) বা সিবিএসই-র তরফে জানানো হয়েছে, “দশম শ্রেণির বাকি পরীক্ষা ১ জুলাই থেকে শুরু হবে। চার দিনে নেওয়া হবে বাকি পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই থেকে। সব পরীক্ষার সূচিও দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার ফল ঘোষণা হবে অগস্ট মাসে।”

exam 1

লকডাউনের চতুর্থ পর্যায় শুরু হওয়ার পরেই একাধিক ক্ষেত্রে ছাড়ের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে বোর্ডের যেসব পরীক্ষা আটকে গিয়েছিল, সেগুলি শেষ করা হবে। সূচিও ঘোষণা করা হয়ে গিয়েছে। এই পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া-আসা করতে হবে রাজ্য সরকারগুলিকে, এমনটাই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

corona 2004110303 20200412014705

বুধবার টুইট করে অমিত শাহ বলেন, “পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লকডাউনের মধ্যেও দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা শেষ করা হবে। তার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকেই বাসের ব্যবস্থা করতে হবে। সেই বাসে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে।” নিজের টুইটের সঙ্গে রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার একটি চিঠির প্রতিলিপিও দেন অমিত শাহ।

CBSE Board Exam 2018 Class 10 12 Date Sheet 1280x720 1

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজ্যগুলিকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন পরীক্ষার্থীদের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। সবাই যেন মাস্ক পরে থাকে। ভাল করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে। প্রতিটা পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শুরু হওয়ার আগে সব পরীক্ষার্থীকে থার্মাল স্ক্রিনিং করে দেখে নিতে হবে বলেও জানানো হয়েছে। একই নিয়ম মানতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও। বিভিন্ন বোর্ডের পরীক্ষার দিন যাতে ভিন্ন ভিন্ন হয়, সেটা মাথায় রাখতে হবে। কন্টেইনমেন্ট জোনে যেন কোনও পরীক্ষা কেন্দ্র ফেলা না হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। পশ্চিমবঙ্গেও উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষার সূচি জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। বাকি রাজ্যগুলিতেও বোর্ডের বাকি পরীক্ষার সূচি জানানো হয়েছে।

মার্চ মাস থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল বোর্ডের পরীক্ষা। তার সঙ্গে বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজও। করোনা সংক্রমণ এখনও চলছে দেশে। কিন্তু তার মধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে, করোনাকে সঙ্গে নিয়েই বিভিন্ন পরিষেবা শুরু করতে হবে। তার মধ্যেই এই পরীক্ষার দিনও জানানো হয়েছে। তবে স্কুল-কলেজ কবে থেকে ফের শুরু হবে, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

সম্পর্কিত খবর