ছবিতে দেখুন … রাম জন্মভূমি চত্বরে পাওয়া গেল মন্দিরের অবশেষ, শিবলিঙ্গ আর ভাঙা প্রতিমা!

বাংলা হান্ট ডেস্কঃ রাম জন্মভূমি (Ram Janma bhumi)  পরিসরে ভব্য রাম মন্দির বানানোর জন্য সমতলকরণের কাজ চলছে। সমতলকরণের জন্য খনন কার্যের চলাকালীন মন্দিরের অবশেষ পাওয়া যায়। রামজন্মভূমি পরিসরের পুরাতন গর্ভস্থলের সমতলকরণের কাজ শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তত্বাবধানে গত ১১ই মে থেকে চলছে।

সমতলকরণের কার্যে এখনো পর্যন্ত খননে মন্দিরের অবশেষ সমেত বিভিন্ন কলাকৃতি, এবং বিভিন্ন ধরণের পাথর পাওয়া যায়। সেখানে দেবী, দেবতাদের মূর্তি, পুষ্প কলশ এবং শিবলিঙ্গও পাওয়া যায়।

IMG 20200521 195850

শ্রীরামজন্মভূমি ট্রাস্টের মহাসচিব চম্পত রায় জানান, অযোধ্যায় রাম মন্দির বানানোর জন্য ভূমি সমতলকরণ এবং পুরাতন ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। করোনা মহামারীর কারণে সময়ে সময়ে জারি নির্দেশের পালন করে ম্যাসিনের ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজ করা মাস্ক সমেত সবরকম সতর্কতা পালন করা হচ্ছে।

এই কাজে তিনটি জেসিবি, একটি ক্রেন, দুটি ট্রাক্টর এবং দশজন শ্রমিককে নিযুক্ত করা হয়েছে। দর্শন মার্গ থেকে ব্যারিকেড সরানোর কাজও চলছে। ট্রাস্টের মহাসচিব বলেন, পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে। ট্রাস্টের আগামী বৈঠক এবং ভূমি পূজনের নির্ণয় দেশের পরিস্থিতি দেখে নেওয়া হবে।

রামলালার পুরাতন গর্ভগৃহের সমতলকরণ চলছে। ১১ মে থেকে চলা এই কাজে বিভিন্ন প্রকারের পুরাতন যুগের অবশেষ পাওয়া গেছে। এই খনন কার্যে দেবী-দেবতার মূর্তি, পুষ্প কলশ এবং বিভিন্ন প্রকারের কারুকার্য সমেত মেহরাব পাথর, ৭ টি ব্ল্যাক টাচ স্টোন এর স্তম্ভ, ৮ টি রেড স্যান্ড স্টোনের স্তম্ভ, ৫ ফুট আকারের শিবলিঙ্গ আকৃতি এবং পুরাতন পুরাতাত্বিক সামগ্রী পাওয়া গেছে। ওই পুরাতন সামগ্রী গুলোকে ট্রাস্ট দ্বারা সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর