OIC-এর বৈঠকে বড় ঝটকা খেলো পাকিস্তান! ভারতের সমর্থনে দাঁড়াল ইসলামিক দেশ মালদ্বীপ

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ ইসলামিক সহযোগ সংগঠন (OIC) এর বৈঠকে বড় ঝটকা খেলো পাকিস্তান (Pakistan)। ভারতের (INDIA) বিরুদ্ধে ইসলামফোবিয়ার দুস্প্রচারের পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেলো। OIC এর বৈঠকে মালদ্বীপ (Maldives) ভারতের সমর্থন করে পাকিস্তানকে কড়া ধমক দিয়ে দেয়।

মালদ্বীপ জানিয়েছে যে, ভারতের বিরুদ্ধে ইসলামিক বিদ্বেষের অভিযোগ আনা ভুল। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র ভারতের ২০ কোটির বেশি মুসলিম আছে। মালদ্বীপ জানিয়েছে যে, ভারতের বিরুদ্ধে ইসলামফোবিয়ার মিথ্যে অভিযোগ দক্ষিণ এশিয়ায় ধার্মিক সদভাকে ক্ষতি করবে।

আপনাদের জানিয়ে দিই। দুই দিন আগে পাকিস্তানের সুরে সুর মিলিয়ে OIC ভারতে ইসলাম বিদ্বেষের মামলা গুলো নিয়ে চিন্তা জাহির করেছিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি OIC-কে ভারতের তরফ থেকে কড়া জবাব দিয়েছিলেন। উনি বলেছিলেন, ‘ভারত মুসলিমদের জন্য জন্নত। আর যারা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে, তাঁরা ভারতীয় মুসলিমদের বন্ধু হতে পারে না।”

কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি নাম না নিয়ে পাকিস্তানকে আক্রমণ করে এই কথা বলেছিলেন।

X