পঞ্চায়েতে নয়, টাকা দিন গরিবের হাতে; কড়া নির্দেশ মমতার

বাংলাহান্ট ডেস্কঃ সামাজিক প্রকল্পের টাকা সরাসরি গরীবদের হাতে দেবার কড়া নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata Banerjee) । শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মহকুমাশাসকের দফতরে আয়োজিত বৈঠকে প্রশাসনিক আধিকারিদের এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

mamata 32

প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন,  ‘জয় বাংলা জয় জহর’ প্রকল্পের এক পয়সা যেন নয় ছয় না হয়। তাহলে আমি ছেড়ে কথা বলবো না। সরাসরি প্রাপকদের হাতে টাকা দেওয়া হবে, জেলা পরিষদের চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির কাউকে নয়। টাকা গরীব মানুষের হাতে দিতে হবে। ‘ পাশাপাশি তিনি যোগ করেন, গত তিন মাস করোনার কারনে সরকার কোনো টাকা পায়নি। ফলে বড় প্রজেক্ট হাতে নেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে।

পরিসংখ্যান বলছে, শুধু দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে ৭৩ লক্ষ মানুষ চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। ১০ লক্ষের বেশি বাড়ি ভেঙেছে। ডায়মন্ড হারবারেই ভেঙেছে দেড় লক্ষ বাড়ি। ধ্বংস হয়েছে ৫৬ কিলোমিটার নদীবাঁধ। সব মিলিয়ে এক চরম সংকট বাংলার সামনে। এই সময় সব দপ্তরকে একসাথে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

পপ্রসঙ্গত, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাংলা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে হেলিকপ্টার করে তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি। বাংলার জন্য ১ হাজার কোটি টাকা সাহায্যের ঘোষনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এরাজ্যে আসার আবেদন জানান। আর ওই প্রেস কনফারেন্সের ঠিক কয়েক ঘণ্টা পরেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার ঘোষণা করেন।

সম্পর্কিত খবর