বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের প্রসারতা ঘটিয়ে বিন্দুমাত্র দমেনি চীন (China), উল্টে ভারতের (India) সীমান্ত এলাকায় ক্রমাগত সংঘর্ষের সৃষ্টি করে চলেছে। করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে গোপন রেখে, বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা চীনের দৃষ্টি পড়েছে এবার ভারতের উপর।
সীমান্ত বিবাদে মেতেছে চীন
বিশ্বের নজর করোনা ভাইরাসের উপর থেকে সরিয়ে সীমা বিবাদের উপর নিক্ষপে করতে চাইছে চীন। সেই কারণে ভারত-চিন সীমান্ত এলাকায় লাগাতার সংঘর্ষের সৃষ্টি করে চলেছে। করোনা ভাইরাসের দোষারোপের দাগ মুছতে চীন এখন সীমান্ত অঞ্চলের বিবাদ নিতে মেতে উঠেছে।
ভারতের সীমান্ত এলাকায় চালাচ্ছে সংঘর্ষ
কখনও আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স তো আবার কখনও অস্ট্রেলিয়ার চোখ রাঙ্গানীকে উপেক্ষা করেই করোনা ভাইরাসের প্রসারের পরবর্তীতে ভারতের সীমান্ত এলাকায় বিবাদের সৃষ্টি করছে চীন। সংকটের মধ্যে পড়ে যখন চীন বিশ্বের শক্তিশালী দেশের উপর নিজের রাগ উগরাতে পারছে না, তখন কিছুটা ইচ্ছে করেই ভারতের উপর হামলা করতে প্রস্তুত হচ্ছে।ভারতের সীমান্ত এলাকায় দখলদারী করে, বিশ্বের নজর করোনার উপর থেকে সরাতে চাইছে চীন।
ভারতে সীমান্ত এলাকায় চাইনিজ সেনা ঘাটি গাড়ছে
ভারতের লাদাখের বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LOC-এর সাথে সাথে গালওয়ান অঞ্চল এবং প্যাংগং-এর আশেপাশের অঞ্চলে দ্রুততার সাথে নিজেদের সেনা বিস্তার করে চলেছে। এর দ্বারা প্রমাণিত হচ্ছে ভারতীয় সেনাদের সাথে টক্কর দিয়ে প্রস্তুত তারা।
বাঙ্কার তৈরির জন্য আনছে মেশিনও
ভারতীয় সেনাদের কড়া বিরোধের পরও, বিগত ২ সপ্তাহ ধরে চীনের সেনারা প্রায় ১০০ টি তাবু ফেলেছে ভারতের সীমান্ত অঞ্চলে। বাঙ্কার তৈরির জন্য মেশিন স্থাপন করছে। এছাড়াও চীনের সেনারা অবৈধভাবে ভারতের সীমান্ত অঞ্চলে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত- চীনা বাড়তে থাকা সংঘর্ষের জেরে সেনা প্রধান জেনারেল এমএম নরমণি, চীনের সঙ্গে সুরক্ষা রেখায় সেনা মতায়েনের বিষয়েও বলেন।