‘হয় কাজ করতে দিন নাহলে মেরে ফেলুন’, বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ “আমি বা আমার দল গত তিন দিনের জন্য ঘুমাইনি। আমরা রাত দিন এক করে, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু পুনরুদ্ধার চেষ্টা করছি। আমার অনুরোধ দয়া করে ধৈর্য ধরুন। আমাদের কাজ করা দিন। যদি আপনাদের পছন্দ না হয়, হয় আমায় গুলি করুন না হলে মাথা কেটে দিন” বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে এবার এই কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata Banerjee) ।

mamata 32

আমফানের তাণ্ডবে ছত্রভঙ্গ গোটা দক্ষিণবঙ্গ। ১০০ ঘন্টা পরেও এখনো আগের অবস্থায় ফেরানো সম্ভব হয় নি। বিদ্যুৎ দপ্তর থেকে পৌরসভা, অক্লান্ত পরিশ্রম করছেন সকলে। কিন্তু এই অবস্থাতেও সমালোচনার শিকার তাঁর সরকার। প্রসঙ্গত, শহর কলকাতায় বহু মানুষ সরকারের পরিষেবার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রাস্তায় নেমে এসেছে। সংবাদ সংস্থা এএফপি জানায় যে 5000 জন লোক বিভিন্ন বিক্ষোভের অংশ হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, CESC রাজ্যের হাতে নেই। কলকাতায় ১২৫ টি দল কাজ করছে৷ সারা বাংলায় এই সংখ্যাটা ১০০০ এর বেশী। বিদ্যুৎকে মেরামত করার জন্য দক্ষ কর্মীদের প্রয়োজনে, ঝাড়খন্ড, উড়িষ্যার রাজ্য সরকারকে এই বিষয়ে সাহায্যের আবেদন করা হয়েছে।

পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ এর কারনে কাজে গতি আনাও সম্ভব হচ্ছে না বলে স্বীকার করে নিয়েছেন মুখ্য মন্ত্রী। ইতিমধ্যেই ১০০০ কোটি টাকা প্রধানমন্ত্রী আমফান বিধ্বস্ত বাংলার জন্য বরাদ্দ করলেও তা যথেষ্ট নয়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের প্রায় ১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। গোটা রাজ্যে আমফানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২

 


সম্পর্কিত খবর