বাংলাহান্ট ডেস্ক :ঈদের( eid) মধ্যে পুনে(pune) থেকে হিন্দু-মুসলিম ঐক্যের একটি বড় সংবেদনশীল কাহিনী প্রকাশ্যে এসেছে।লকডাউনের কারণে সময় মতো পুনেতে যেতে পারছিলেন না তিনি শেকু ক্ষীরসাগর। পুনের কেসানন্দ এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী শেকু ক্ষীরসাগর অসুস্থ হয়ে মারা যান। অসুস্থ ক্ষীরসাগর এখানে স্ত্রীর সাথে একা থাকতেন। তাঁর পরিবারের অন্যান্য সদস্য নাগপুরের কাছে থাকেন। আর এই পরিস্থিতিতে অপ্পা শেখ, আসিফ শেখ, জনম মুহাম্মদ পাঠান, সাদ্দাম শেখ, আলতাপ শেখর সাথে রহিম শেখ আজ ঈদের নামাজের পর হাসপাতালে গিয়ে ঐ ব্যক্তির মৃতদেহ নিয়ে যায়। তারপর সাথে সাথে তারা সমস্ত হিন্দু আচারও পালন করেন। এই সকল মুসলিম যুবক মৃতদেহ কাঁধে তুলে শ্মশানে নিয়ে যান। শ্মশানে গিয়েছে নিয়ম পালন করে শেষ কৃত্য সম্পন্ন করেন।
মুসলিম যুবকরা মিলে শেষ কৃত্য সম্পন্ন করে
তাদের মধ্যেই করিম রহিম শাইখ জানান যে, তার পরিবারের সদস্যরা জীবিকার জন্য শহরের বাইরে থাকেন। এখানে তিনি আর তাঁর স্ত্রী থাকতেন। লকডাউনের কারণে তারা এখানে আসতে পারেনি। তারা বলেন, “আমরা সকলেই তার ছেলের বয়স, তাই আমরা তাঁর কাঁধে করে নিয়ে গিয়ে তাকে জানাজা দিয়েছিলাম।পবিত্র ঈদের দিনে একটি বার্তা দেওয়া হয়েছে যে সবচেয়ে খারাপ সময়ে কাউকে সাহায্য করা সবচেয়ে বড় মানবিকতা।