বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এই মুহুর্তে গোটা দেশে চলছে লকডাউন। প্রায় প্রতিটি ক্ষেত্রই বিপর্যস্ত। দেশের এক বিরাট অংশের মানুষ কাজ হারিয়েছেন। করোনা লকডাউন এর চতুর্থ দফায় বেশ কিছু অঞ্চলে ব্যবসায় ছাড় দেওয়া হয়েছে। এই অবস্থায় যারা নতুন ব্যবসা বা পুরোনো ব্যবসা আবার চালু করতে চান তবে এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি
দেশের এক মাত্র ক্ষেত্র কৃষি, যেখানে এখনো পর্যন্ত সেরকম ক্ষতি হয়নি। ফলে কৃষি সংলগ্ন ক্ষেত্রে ব্যবসা করে লাভবান হতে পারেন আপনি। ডাল পালিশের ব্যবসা করে আপনি সহজেই লাভবান হতে পারেন৷ এই ব্যবসা চালু করতে মাত্র ২৫ থেকে ৩০ বর্গমিটার জায়গা প্রয়োজন ৷ যদি জায়গা নিজের থাকে সেক্ষেত্রে 3HP মেশিনের মাধ্যমে কাজ শুরু করা যেতে পারে ৷ বিনিয়োগ করতে হবে মাত্র ৪ লক্ষ টাকা ৷
ব্যবসা আরো বড় করতে চাইলে আপনি 8 অশ্বশক্তির মেশিন লাগাতে পারেন৷ সেক্ষেত্রে বিনিয়োগ করতে হবে ৮ লাখ টাকা। ব্যবসা করতে আপনার প্রয়োজন হবে জি.এস.টি নম্বর। পাশাপাশি জিনিসপত্রের ব্র্যান্ডিং করতে গেলে খাদ্যমন্ত্রকের অনুমতি নিতে হবে ৷ প্যান কার্ড ও কারেন্ট অ্যাকাউন্ট থাকলেই এই সুবিধা পাওয়া যাবে ৷
এই ব্যবসা করার ক্ষেত্রে সর্বপ্রথম সংস্থার রেজিস্ট্রেশন করতে হবে। MSMES এর থেকেও নিতে পারেন লাইসেন্স। যেভাবে প্রতিদিন ডালের দাম বাড়ছে তাতে এই মুহুর্তে মাসিক ৫০ হাজার টাকা লাভ হলেও পরবর্তীতে আরো লাভের মুখ দেখবেন। প্রসঙ্গত, খুচরো বাজারে ১০ থেকে ১৫ শতাংশ লাভ সম্ভব।