পাতাললোক দেখে কোহলির কাছে অনুস্কা শর্মাকে ডিভোর্স দেওয়ার দাবি জানালেন বিজেপি নেতা।

লকডাউনের বাজারে অনুস্কা শর্মা প্রযোজিত পাতাললোক ওয়েব সিরিজ আলোচনার তুঙ্গে। আর এই পাতাললোক ওয়েব সিরিজ দেখতে বসেই রেগে আগুন হয়ে গেলেন উত্তরপ্রদেশের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার। পাতাললোক ওয়েব সিরিজ দেখে নন্দকিশোর গুরজার দাবি করেছেন এই ওয়েব সিরিজে মাত্রারিক্ত হিংসা দেখানো হয়েছে। এছাড়া এই ওয়েব সিরিজে সাম্প্রদায়িক হিংসাও দেখানো হয়েছে। সেই কারণে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এই ধরনের ওয়েব সিরিজ করার জন্য অনুস্কা শর্মার বিরুদ্ধে থানায় অভিযোগও জানিয়েছেন তিনি। সেই সাথে তিনি দাবি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি যাতে অবিলম্বে অনুস্কা শর্মাকে ডিভোর্স দেন।

বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার দাবি করেছেন অনুমতি না নিয়েই ওয়েব সিরিজে তার ফটো ব্যবহার করা হয়েছে। এছাড়াও তিনি অভিযোগ করেছেন এই ওয়েব সিরিজে সাম্প্রদায়িক হিংসাও দেখানো হয়েছে যেটা দেশ ও সমাজের জন্য মোটেও ভালো নয়। এই ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে একটি চিঠিও দিয়েছেন।

24056503af27e86a1f00a755b5230a6954626005781ab6fe72905c7f77e5f99e2fd6141

নন্দকিশোর গুরজার দাবি করেছেন এই ওয়েব সিরিজের মাধ্যমে হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদী সংগঠন গুলির সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। যার ফলে দেশের মানুষের এই সংগঠন গুলি নিয়ে খারাপ ধারণা জন্মাবে। এছাড়াও এই ওয়েব সিরিজে একটা জায়গায় নন্দকিশোর বাবুর ছবি ব্যবহার করা হয়েছে এতেই বেজায় চটেছেন তিনি।

Udayan Biswas

সম্পর্কিত খবর