বাংলাহান্ট ডেস্কঃ এবার করোনা(corona virus) আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের (tmc) বিধায়ক৷ হরিশ চ্যাটার্জি স্ট্রীটের বাসিন্দা ঐ বিধায়কের দেহে কোভিড-১৯(covid-19) এর অস্তিত্ব মিলেছে তাঁকে কোয়ারেন্টিন করা হয়েছে। তিনি উডল্যান্ডস্ হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার অস্তিত্ব মেলায় তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা যাচ্ছে, গত সপ্তাহে গভীর রাতে স্বাস্থ্য দফতরের লোক এসে তাঁকে তুলে নিয়ে যান। বর্তমানে ঐ বিধায়কের অবস্থা স্থিতিশীল। কালীঘাট সংলগ্ন তাঁর ফ্লাট সিল করে দেওয়া হয়েছে। রয়েছে সর্বক্ষণের পুলিশি প্রহরাও।
সরকারি তথ্য অনুসারে, বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯৩। মোট আক্রান্তের সংখ্যা পার করেছে চার হাজারের গন্ডি (৪০০৯)। এখনও পর্যন্ত করোনায় রাজ্যে মৃতের সংখ্যা ২১১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের।
অপরদিকে দেশজুড়ে মৃত্যু মিছিল অব্যাহত থাকলেও সামান্য কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় মৃত ১৭০, নতুন সংক্রমিত ৬ হাজার ৩৮৭। গোটা দেশে আক্রান্ত দেড় লক্ষ ছাড়াল ( ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭)। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে ৬৪ হাজার ৪২৬ জন।