আজ সারাদিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা: আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ গত বুধবার দক্ষিণবঙ্গে তাণ্ডব দেখিয়েছিল সুপারসাইক্লোন আমফান (Amphan)। তার ঠিক এক সপ্তাহের মাথায় বুধবার সন্ধ্যায় ফের ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এখন আরও একবার রাজ্যজুড়ে বৃষ্টির ইঙ্গিত দিয়েছেন।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বৃষ্টির সম্ভবনা রয়েছে। আকাশ বিভিন্ন জায়গাতেই মেঘলা থাকবে বলে খবর। পাশাপাশি একাধিক জায়গাতেই সকাল থেকে বৃষ্টি  হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গে সারা দিন বৃষ্টি হবে জানিয়েছে।

IMG 20200527 231638

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমফান বাংলা থেকে চলে যাওয়ার পর উত্তরবঙ্গে বৃষ্টিপাত ক্রমেই বাড়তে থাকে. ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলিতে এই প্রবণতা আরও বাড়ে। বহু উত্তরপূর্বের রাজ্য বর্ষার আগেই কার্যত প্লাবিত আমফান পরবর্তী পর্যায়ে।

উত্তরবঙ্গের জেলার পরিস্থিতি উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে আজ। এদিকে, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভবনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বিহার থেকে মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জেরেই দক্ষিণবঙ্গের এই ঝড়বৃষ্টি।

IMG 20200527 WA0012

আজ সন্ধ্যায় হাওড়া (Howrah), হুগলি (Hoogly) এবং কলকাতা (kolkata) ছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে ঝড়বৃষ্টি হয়েছে। এছাড়াও মালদা এবং দুই দিনাজপুর, উত্তরবঙ্গের এই তিন জেলাতেও ঝড়বৃষ্টি হয়েছে বলে খবর।

 

সম্পর্কিত খবর