2019 বিশ্বকাপের নায়ক ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের নতুন বই প্রকাশিত হয়েছে। সেই বইতে স্টোকস মহেন্দ্র সিং ধোনি কে নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন। বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে যখন জয়ের জন্য বড় রান দরকার ছিল সেই সময় ক্রিজে নেমে ধোনি ক্রমাগত স্লো ব্যাটিং করে যান এতেই অবাক হয়েছেন স্টোকস। ধোনির মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা শোনা গিয়েছে স্টোকসের বইতে।
প্রকাশিত হয়েছে বেন স্টোকসের বই ‘অন ফায়ার’। 2019 বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের বহু কথাই লেখা রয়েছে সেই বইয়ে। বেন স্টোকস বলেছেন, ওই ম্যাচে 337 রান তুলেছিল ইংল্যান্ড। বড় রান চেজ করতে নেমে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দারুন গতিতে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত 31 রানে সেই ম্যাচ হেরে যায় ভারত। কোহলি এবং রোহিতের আউট হওয়ার পর 112 রান দরকার ছিল ভারতের হাতে ছিল 11 ওভার, ক্রিজে ছিলেন ধোনি এবং কেদার যাদব।
স্টোকসের কথায়, ‘ওই দিন ভারতের জয়ের সম্ভবনা ছিল কিন্তু তার সত্ত্বেও ধোনি কেন সেই দিন বড় শট খেলেন নি সেই নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। যে ধোনির নামের পাশে বেস্ট ফিনিশারের তকমা রয়েছে সেই ধোনি সেদিন কেন চার- ছয় মারার চেষ্টা না করে খুঁজরো রান কেন নিচ্ছিলেন সেটাও বুঝতে পারেন নি স্টোকস।