বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস এবার ঢুকে পড়ল বাংলার মন্ত্রী সভার ক্যাবিনেটে, আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত হওয়ার পর এবার মন্ত্রীর দেহেই মিলল করোনা ভাইরাসের জীবাণু। তবে এখনও অবধি বিশেষ কোন উপসর্গ না মেলায়, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মন্ত্রী সুজিত বসু।
ভারত এশিয়ায় প্রথম
চীনের সীমান্ত পেরিয়ে করোনার প্রভাব ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। থাবা বসাচ্ছে মানুষের শরীরে। আতঙ্কিত মানুষজন করোনার ভয়ে রয়েছেন গৃহবন্দি। ভারত বর্তমানে এশিয়ার প্রথম এবং বিশ্বের নবম স্থানে পৌঁছেছে করোনা আক্রান্তের দিক থেকে। বাংলাতেও ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার।
আক্রান্ত মন্ত্রী সুজিত বসু
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তমোনাশ ঘোষের পর এবার করোনা বাসা বাঁধল দমকলমন্ত্রী সুজিত বসুর শরীরে। বাড়ির পরিচারিকা গত চার দিন আগে করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তাঁকে রাজারহাটের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এই ঘটনার পরই সুজিত বাবুর বাড়ির সকলের লালারস নিয়ে করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ছেলে, মেয়ের রিপোর্ট নেগেটিভ আসলেও, মন্ত্রী, তাঁর স্ত্রী এবং এক ছেলের শরীরে মেলে এই ভাইরাসের অস্তিত্ব।
বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মন্ত্রী
করোনা পজেটিভ হলেও মন্ত্রী সুজিত বসুর দেহে করোনার বিশেষ কোন উপসর্গ না পাওয়ার কারণে বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। স্বাস্থ্য ভবনের এক আধিকারিকের মতে, যেহেতু এই ভাইরাস স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেই কারণে মন্ত্রীর সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও টেস্ট করা হবে।