করোনার বিরুদ্ধে বিরাট সাফল্য নিউজিল্যান্ডের, শেষ রোগীকে ডিসচার্জ করল হাসপাতাল

বাংলাহান্ট ডেস্কঃ নিউজিল্যান্ডের (New Zealand) হাসপাতালে থাকা করোনা (corona virus) আক্রান্ত শেষ রোগীটিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই প্রথম দেশটির কোন হাসপাতালে একজনও করোনা রোগী নেই। বুধবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমফিল্ড (Dr. Ashley Bloomfield) এক সংবাদ সম্মেলনে বলেন, “বর্তমানে দেশের কোন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত আর একজন রোগীও নেই। সর্বশেষ মিডলমোর হাসপাতাল থেকে একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২১ জন, তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।” ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে কোন  করোনা রোগীর মৃত্যু হয়নি। এছাড়াও গত পাঁচদিনে কোন রোগী নতুন করে আক্রান্ত হননি।

Capture h

ডা. অ্যাশলে বলেন, ‘বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা ২১, তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।’ এদিকে, টানা প্রায় দুই মাস দেশ লকডাউন থাকার পর গত ১৪ মে থেকে কিছু ব্যবসা কেন্দ্র ও জনসমাগমস্থল খুলে দিতে শুরু করেছে নিউজিল্যান্ড সরকার। তবে, সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে সবাইকে সর্তক করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যার্ডেন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড এখন ‌‌‘অ্যালার্ট-২’ স্তরে রয়েছে। রোগ প্রতিরোধ করা গেলেও এখনও সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে।’ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৪। মারা গেছেন ২১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন।

Madhya Pradesh coronavirus PTI

দেশটির স্বাস্থ্যবিভাগ বলছে, পুরোপুরি লকডাউন কার্যকর করায় রোগটির ছড়িয়ে পড়া প্রতিহত করা সহজ হয়েছে। এজন্য এখন সব কিছু আবার খুলে দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানা ও পুষ্টিকর খাদ্যগ্রহণ দ্রুত করোনা রোগীদের সুস্থ করে তোলাসহ নতুন সংক্রমন প্রতিহত করেছে।

সম্পর্কিত খবর