ধোনির অবসর গ্রহণের ব্যাপারে মুখ খুললেন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে সব থেকে আলোচিত বিষয় হল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর। হাজারো জল্পনা শুরু হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। ইতিমধ্যেই কয়েক দিন আগে ধোনির স্ত্রী সাক্ষী ধোনি ধোনির অবসর গ্রহণের ব্যাপারে টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এবার ধোনির অবসর গ্রহণের ব্যাপারে ধোনির পাশে দাঁড়ালেন বিশ্বকাপ জয়ী ভারতীয় কোচ গ্যারি কার্স্টেন।

ভারতীয় দলের প্রাপ্তন কোচ হওয়ার সুবাদে ধোনিকে খুব কাছ থেকে দেখেছেন গ্যারি কার্স্টেন। 2011 সালে এই দুই জনের মগজাস্ত্র সাহায্যে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই কারণেই ধোনির মানসিকতা সম্বন্ধে সবকিছু জানেন তিনি। আর তাই গ্যারি কার্স্টেন বলেছেন ধোনি একজন অসাধারণ ক্রিকেটার, দক্ষ প্রশাসক, শক্তিশালী মানসিকতা সম্পন্ন মানুষ। তাই তিনি জানেন কখন ক্রিকেটকে বিদায় জানানো উচিত এই ব্যাপারে বাইরের কারো পরামর্শ নেয়ার প্রয়োজন নেই ধোনির।

192842874ac8b3b01c1c2a1e174695c95a215c7b4c5eca1961a484d88cc477a7def41dad9

বিশ্বকাপের পর থেকে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়া বোর্ডের সেন্ট্রাল কন্টাক্ট থেকেও বাদ পড়েছেন ধোনি। সেই কারনেই এখন ধোনির অবসর জল্পনা আরো বেড়ে গিয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর