বাংলাহান্ট ডেস্কঃ ইদের পূর্বে পাকিস্তানে (Pakistan) এক বিমান দুর্ঘটনার পরবর্তী এক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠল বিভিন্ন মহলে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৯৭ জন পাকিস্তানি। পূর্ব পরিকল্পিত ঘটনা থেকে শুরু করে বিমান চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলেও শোনা গিয়েছিল। কিন্তু বর্তমানে এক ভিডিও প্রকাশ্যে আসায়, বদলে যায় সব ধারণা।
পাকিস্তানের এক নাগরিকের প্রকাশিত এক ভিডিও মারফত পাকিস্তানবাসীর অমানবিকতার চিত্র ফুটে ওঠে। এই ভিডিও কিছুক্ষণের মধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং বিভিন্ন মহল থেকে আসতে থাকে বিভিন্ন ধিক্কার বাণী।
ভিডিওর বিষয়বস্তু
ওই ভিডিওতে ব্যক্তিটি অভিযোগ করেছেন, বিমান দুর্ঘটনার পরবর্তী সময়ে যখন মানুষজন হাহাকার করছিল, ঘর বাড়ি জ্বলছিল, তখন তাঁদের সাহায্য না করে কিছু মানুষ তাঁদের পড়ে থাকা জিনিসপত্র লুট করতে ব্যস্ত ছিল। পুলিশের উপস্থিতি এবং বারণ না মেনেই কিছু মানুষ নক্কারজনকভাবে এই কাজ করতে নিয়োজিত ছিল। তারা একবারের জন্য ওই মানুষগুলোর কথা ভেবে দেখেনি। এই ভিডিওর বিষয়বস্তু বাস্তবে সত্য প্রমাণিত হলে, তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা হবে।
পাকিস্তানে বিমান দুর্ঘটনা
পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ার লাইন্সের বিমান গত ২২ শে মে করাচি এয়ারপোর্টের সামনে দুর্ঘটনার শিকার হয়। বিমানে প্রায় ৯৯ জন ব্যক্তি ছিলেন, যারা ইদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ৯৭ জন প্রাণ হারালেও, আশ্চর্যজনক ভাবে ২ জন ব্যক্তি প্রানে বেঁচে যান।
উদ্ধার হয় মুদ্রা ভর্তি ব্যাগ
সংবাদ সংস্থা পিটিআই -এর সংবাদ সূত্র অনুযায়ী, দুর্ঘটনার পরবর্তীতে বিমানের ভেতর থেকে দুটি অর্থ ভর্তি ব্যাগও উদ্ধার করেন উদ্ধারকারী দল। এই ব্যাগে পাকিস্তানের পাশাপাশি বিদেশী মুদ্রাও ভর্তি ছিল। সমস্ত মুদ্রা একত্রিত করলে সেই ব্যাগে প্রায় ৩০ মিলিয়ন অর্থ ছিল।