বাংলাহান্ট ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের (migrant workers) নিজ রাজ্যে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছেন বলি অভিনেতা সোনু সূদ (sonu sood)। পরিযায়ী শ্রমিকদের জন্য নিজের খরচায় বাস ভাড়া করে তাদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। সবটাই সরকারের অনুমতি নিয়েই তিনি করেছেন বলেও জানা গিয়েছে। একথা সকলেই জানেন।
জানা গিয়েছে, লকডাউনের মধ্যেই ১০টি বাস ভাড়া করে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরার বন্দোবস্ত করে দিয়েছেন অভিনেতা। মুম্বই থেকে কর্ণাটকে যাবেন ওই পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের সব দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা। টুইটারেও রীতিমতো ট্রেন্ডিং হতে শুরু করেছেন সোনু।
তবে এত কিছু সত্ত্বেও এখনও ট্রোলিং চলছে সোনুকে নিয়ে। কেউ বা মজা ছলে নানান আবদার করছেন অভিনেতাকে। তেমনই এক মহিলা টুইট করে সোনুর কাছে আবদার করেন, গত আড়াই মাস ধরে তিনি পার্লার যেতে পারেননি। সোনু যেন তাকে পার্লারে পৌঁছে দেন।
অভিনেতাও কম যান না। তিনিও পাল্টা উত্তর দেন, যারা পার্লারে কাজ করত তাদের সবাইকে তিনি নিজের গ্রামে পাঠিয়ে দিয়েছেন। তাদের পেছন পেছন যদি গ্রামে যেতে হয় তাহলে সোনু পৌঁছে দিতে পারেন। অভিনেতার এমন মজার উত্তর শুনে নেটিজেনও বেশ মজা পেয়েছেন।
https://twitter.com/SonuSood/status/1265734199069167617?s=19
এর আগেও একজন টুইটার ব্যবহারকারী সোনুকে বলেন, তিনি ঘরে আটকে রয়েছেন। তাঁকে মদের আসরে পৌঁছে দিন। উত্তর দিতে দেরি করেননি অভিনেতা। তিনিও পাল্টা বলেন, মদের ঠেক থেকে বাড়ি তিনি পৌঁছে দিতে পারবেন। যদি প্রয়োজন পড়ে তাহলে জানাতে।
সোনুর এই টুইট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন একেবারে যোগ্য জবাব দিয়েছেন অভিনেতা। নেটদুনিয়ায় কার্যত ‘হিরো’ হয়ে উঠেছেন সোনু সূদ।
সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আমন্ত্রণ জানান সোনুকে। পরিযায়ী শ্রমিকদের শ্রমিকদের জন্য যা করছেন তিনি তার জন্য তাঁকে ধন্যবাদও জানান রাজ্যপাল। সোনু আরও জানান, প্রতিদিন সারা দেশ থেকে প্রায় ৫৬ হাজার মেসেজ আসে তাঁর কাছে। অভিনেতার কথায়, এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু মানুষের সাহায্য করার মধ্যেও আনন্দ আছে।
তবে এসবের মাঝে একদমই বিশ্রাম নিতে পারছেন না সোনু। তিনি জানান, এক একদিন ভোর ৪টে পর্যন্ত জাগতে হচ্ছে তাঁকে। আবার কখনও সকাল ৬টা পর্যন্ত ফোনেই ব্যস্ত রয়েছেন তিনি।