বাংলাহান্ট ডেস্ক: ফের খারাপ খবর বলিউডে (bollywood)। প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক (music director) ওয়াজিদ খান (wajid khan)। ভাই সাজিদের সঙ্গে একসঙ্গে সঙ্গীত পরিচালনা করতেন তিনি। একত্রে সাজিদ ওয়াজিদ নামেই জনপ্রিয় ছিলেন তাঁরা। ১লা জুন গভীর রাতে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর খবর প্রথম জানান জনপ্রিয় গায়ক সোনু নিগম। তিনি এও জানান, করোনায় আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ওয়াজিদ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২।
বিনোদন সাংবাদিক ফারিদুন শাহরিয়ার জানান, সোনু নিগম দাবি করেছেন করোনা আক্রান্ত ছিলেন ওয়াজিদ। কিন্তু পরে আরেক সঙ্গীত পরিচারক সেলিম মার্চেন্ট সংবাদ সংস্থা পিটিআইকে জানান, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ খান। সম্প্রতি তাঁর কিডনিতে ইনফেকশন ধরা পড়ে। গত চার দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবস্থা পরে আরও সঙ্কটজনক হয়।
Sad News: Noted singer Sonu Nigam just confirmed to me that music composer Wajid Khan of Sajid-Wajid passed away a short while back. He was suffering from Covid 19.
— Faridoon Shahryar (@iFaridoon) May 31, 2020
https://www.instagram.com/p/CA3W9P2BEU0/?igshid=swfw5ksobakv
১৯৯৮ সালে বলিউডে কেরিয়ার শুরু করেন সাজিদ ওয়াজিদ। প্রথম ছবি সলমন খানের জব পেয়ার কিয়া তো ডরনা কেয়া। এরপর দাবাং, হ্যালো ব্রাদার, ওয়ান্টেড, মুঝসে শাদি করোগির মতো বহু হিট ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তাঁরা। এমনকি সলমনের সাম্প্রতিক মিউজিক ভিডিও ভাই ভাই এর সঙ্গীত পরিচালনার দায়িত্বেও ছিলেন তাঁরা।
সঙ্গীত পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বলিউড। প্রিয়াঙ্কা চোপড়া টুইট করেছেন, ‘খুব খারাপ খবর। একটা জিনিস আমি সবসময় মনে রাখব তা হল ওয়াজিদ ভাইয়ের হাসি। সবসময় হাসতেন। খুব তাড়াতাড়ি চলে গেলেন। ওনার পরিবারের প্রতি আমার সান্ত্বনা। ওনার আত্মার শান্তি কামনা করি।’
Terrible news. The one thing I will always remember is Wajid bhai's laugh. Always smiling. Gone too soon. My condolences to his family and everyone grieving. Rest in peace my friend. You are in my thoughts and prayers.@wajidkhan7
— PRIYANKA (@priyankachopra) May 31, 2020
https://twitter.com/salim_merchant/status/1267187747506315264?s=19
Shocked to hear about the cruelly untimely demise of Wajid of the renowned Composer duo of SajidWajid•Incredible loss of a very very dear friend & a very very talented musical mind – a Gr8 sport….
@BeingSalmanKhan @singer_shaan @RameshTaurani— Babul Supriyo (@SuPriyoBabul) May 31, 2020
https://twitter.com/TulsikumarTK/status/1267198425830797312?s=19
শোকপ্রকাশ করে টুইট করেছেন সেলিম মার্চেন্ট, গায়ক তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, গায়িকা তুলসী কুমার সহ আরও অনেকে। সঙ্গীত পরিচালনা ছাড়াও বেশ কিছু হিট গানও শোনা গিয়েছে ওয়াজিদের কণ্ঠে। একসময় জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পার বিচারকের আসনে দেখা যেত সাজিদ ওয়াজিদকে।