বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনে বিপাকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য খাবার সরবরাহে হাত লাগালেন মুম্বই (Mumbai) নিবাসী ৯৯ বছর বয়েসি মহিলা। সোশ্যাল মিডিয়া জয় করল সেই ভিডিয়ো। সম্প্রতি, টুইটারে মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকদের জন্য খাবার প্যাক করার সেই ভিডিয়ো পোস্ট করেছেন জনৈক জাহিদ এফ এব্রাহিম। তিনি জানিয়েছেন, ভিডিয়োতে যে বৃদ্ধাকে শ্রমিকদের জন্য নিপুণ হাতে খাবারের প্যাকেটে মুড়তে দেখা গিয়েছে, তিনি তাঁর ৯৯ বছর বয়েসি পিসি।
My 99 year old phuppi prepares food packets for migrant workers in Bombay. pic.twitter.com/jYQtmJZx8k
— Zahid F. Ebrahim (@zfebrahim) May 29, 2020
ভিডিয়োটি পোস্ট হওয়ার পরে দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ২৪ ঘণ্টার মধ্যে মোট ১.৬ লাখ টিউটার ব্যবহারকারী ভিডিয়োটি দেখেছেন। ১১,০০০ লাইক এবং ১,৭০০ রিটুইট হয়েছে ওই পোস্টের।
My 99 year old phuppi prepares food packets for migrant workers in Bombay. pic.twitter.com/jYQtmJZx8k
— Zahid F. Ebrahim (@zfebrahim) May 29, 2020
পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে বৃদ্ধার সক্রিয় অংশগ্রহণে মুগ্ধ হয়েছে নেট দুনিয়া।
My 99 year old phuppi prepares food packets for migrant workers in Bombay. pic.twitter.com/jYQtmJZx8k
— Zahid F. Ebrahim (@zfebrahim) May 29, 2020
প্রচুর ইউজার পোস্টের নীচে ‘শ্রদ্ধা’ শব্দটি লিখেছেন। তাঁর প্রতি শ্রদ্ধায় জোড়হাতের ইমোজিও ব্যবহার করেছেন অনেকে।
My 99 year old phuppi prepares food packets for migrant workers in Bombay. pic.twitter.com/jYQtmJZx8k
— Zahid F. Ebrahim (@zfebrahim) May 29, 2020
ভিডিওটি টুইটারে ভাইরাল হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ এটি দেখেছেন, রিটুইট, লাইক করেছেন।