দেশের ৭০% মানুষ চাইছে নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী পদে বসুনঃ ইয়েদুরাপ্পা

বাংলাহান্ট ডেস্কঃ গত ৩০ শে মে দ্বিতীয় দফার প্রধানমন্ত্রীত্বকালের প্রথম বর্ষ পূরণ করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের এই মহান নেতার দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তির সাথে সাথেই একটি বিশেষ মন্তব্য করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা (B. S. Yediyurappa)। বললেন, এখানেই শেষ নয়, ৭০ শতাংশ মানুষ চাইছে পরের বারও প্রধানমন্ত্রী পদে আসীন থাকুন মোদীজি।

কর্নাটকের মুখ্যমন্ত্রী দাবী করছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কর্মজীবনের অসাধারণ দক্ষতা এবং সাফল্যের দরুণ ৭০ শতাংশ মানুষ তাঁর পক্ষে রয়েছে। আগামীতেও প্রধানমন্ত্রী হিসাবে তারা মোদীজিকেই চাইছে।

BSYjpg

৭০ শতাংশ মানুষ চাইছে মোদীজিকে
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ‘আয়রন ম্যান’ বলেও অভিহিত করেছেন। তিনি বলেন, ‘দেশের প্রায় ৭০ শতাংশ নাগরিক নরেন্দ্র মোদীকেই পরবর্তীতেও প্রধানমন্ত্রী হিসাবে চাইছে। তিনি যেকোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। দেশের তরুণ প্রজন্ম বর্তমানে তাঁর দিকে তাকিয়ে আছে’।

দেশকে নিয়ে যাচ্ছেন উন্নতির শিখরে
মোদী জির অসাধারণ ও দূরদর্শী নেতৃত্বের কারণে সহজেই তিনি দ্বিতীয় দফার প্রথম বর্ষ পূরণ করে ফেললেন। তিনি বললেন, ”প্রধানমন্ত্রী তার ‘সবকা সাথ, সাবকা বিকাশ, সাবকা বিশ্বাস’ নীতি ও পরিকল্পনার মাধ্যমে দেশকে উন্নয়নের শীর্ষে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আত্মনির্ভর ভারত গঠনের কাজ করে চলেছেন”।

narendra modi prime minister presentation indium wallpaper preview 1

গৃহীত প্রকল্প
কর্নাটকের মুখ্যমন্ত্রী মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের এক বছরের পূর্ণতা প্রাপ্তিতে সাংবাদিকদের জানালেন, ‘বসুধাইভ কুতুমকাম’  মন্ত্রটি শুধুমাত্র ভারত নয়, সমগ্র বিশ্ব জুড়েই মোদীজির এক অসাধারণ নেতৃত্বের ছাপ রাখে। তিন তালাক বাতিল, ভান্দে ভারত মিশন, নাগরিকত্ব সংশোধন আইন, এক দেশ এক রেশনকার্ড, নতুন মোটর যানবাহন আইন, রাম মন্দির বিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী যোগ্যতার সাথে সাফল্য অর্জন করেছেন।

দেশের মানুষের পাশে নরেন্দ্র মোদী
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ১৩০ কোটি ভারতবাসীকে রক্ষার জন্য মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে সমান তালে লড়ে চলেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক বা দেশের মানুষের উত্তেজনা, সবকিছুকেই সমানভাবে দেখে তিনি সর্বদা দেশবাসীর কল্যাণের কথা ভেবে এসেছেন।

Smita Hari

সম্পর্কিত খবর