মাত্র কয়েকঘন্টায় আছড়ে পড়তে চলেছে নিসর্গ ; দেখে নিন কোন কোন রাজ্যে পড়বে প্রভাব

বাংলাহান্ট ডেস্কঃ আমফানের ক্ষত এখনো সেরে ওঠেনি বাংলায়। এখনো বহু অঞ্চলের মানুষ গৃহহীন, খাদ্যহীন বহু মানুষ। এর মাঝেই ভারতে আছড়ে পড়তে চলেছে নিসর্গ। আবহাওয়া দফতর (Weather office) জানাচ্ছে আমফানের পর আরব সাগরে ক্রমশ শক্তিবৃদ্ধি করে আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্র ও গুজরাট অঞ্চলে।

today weather report 39

মহারাষ্ট্র এবং গুজরাট অঞ্চলের দিকে ধেয়ে আসা নিসর্গের দরুন আজ তান্ডব চলতে পারে মহানগরী মুম্বাইয়ে। ক্ষতিগ্রস্থ হতে পারে উপকূল অঞ্চলগুলিও। তাঁর রেশ সামান্য হলেও বাংলায় আসতে পারে নিম্নচাপ হয়ে জানিয়েছে আবহাওয়া দফতর। করোনা প্রাদুর্ভাবের মধ্যেই নিসর্গ আতঙ্কে রয়েছে মহারাষ্ট্রবাসী।

thunderstorm flashes night weather sky forward nature storm 1438107.jpgd3 1

ঘণ্টায় প্রায় ১২৫ কিমি বেগে উপকূলের উপর তাণ্ডব দেখাতে পারে এই নিসর্গ। এই সময়কালে সমুদ্র উপকূলবর্তী মানুষজনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সমুদ্র যাত্রা থেকে নিষেধ করা হয়েছে। লাল সতর্কবার্তা জারী করা হয়েছে সর্বত্র।

আর একটি ঘূর্ণিঝড় সৃষ্ট হচ্ছে, যা আফ্রিকা উপকূল ঘেষে ওমানের দিকে বাঁক নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের বিষয়ে মৌসম ভবনে ঘূর্ণিঝড় বিশরদ সুনীতা দেবী জানিয়েছেন, এই ঘূর্ণিঝড় আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য আরব সাগরের গভীর নিম্নচাপ সৃষ্টি করতে পারে।

পাশাপাশি, গুজরাটের দ্বারকা ও পাশের অঞ্চলগুলিতে বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে হাইকা। ঝড়টি 1 জুন থেকে 3 জুন এর মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। প্রশাসন বর্তমানে আরব সাগরের গভীর নিম্নচাপের কারণে গুজরাটে সতর্কতা জারি করেছে। প্রতি ঘন্টায় 120 কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় হাইকা, জানা যাচ্ছে আবহাওয়া বিভাগের তথ্য থেকে।

সম্পর্কিত খবর