কৃষকের পাশে নরেন্দ্র মোদি; বাড়ল ১৪ খারিফ শস্যের সহায়ক মূল্য

বাংলাহান্ট ডেস্কঃ আরো একবার কৃষকদের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদি (narendra modi)। মোদী সরকার (modi government) ১৪ টি খরিফ ফসলের ন্যূনতম সহায়তা মূল্য (MSP) বাড়িয়েছে। এমএসপি হ’ল কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য যে নির্দিষ্ট দামে সরকার কেনে। সরকার দাবি করেছে যে তারা সি২ + ৫০ শতাংশ সূত্রে ২৪ ফসলের এমএসপি দিচ্ছে।

যদিও এই সহায়ক মূল্যে খুশি নয় কৃষক সংগঠনগুলি। তাদের দাবি, ফসলের প্রকৃত ব্যয় সরকারের নির্দিষ্ট সহায়তা মূল্যের চেয়ে অনেক বেশি। দেশের ২ টি কৃষক সংস্থার একটি দল রাষ্ট্রীয় কিষান মহাসঙ্ঘ প্রতিটি রাজ্যের মূল ফসলের পেছনে কত টাকা খরচ হয় নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই তথ্য প্রধানমন্ত্রীর দপ্তর ও কৃষি মন্ত্রকে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

modi 89

মোদি সরকারের তরফ থেকে বলা হয়েছে, পিএম কিসান যোজনার মাধ্যমে দেশে কোটি কোটি কৃষকদের সাহায্য করা হয়েছে। সরকার নুন্যতম সমর্থন মুল্যের থেকে দেড় গুণ বেশি দেবে। কৃষকদের ঋণের সুদে ছাড় দেওয়া হবে। মন্ত্রীমণ্ডল ১৪ খরিফ ফসলের জন্য নুন্যতম সমর্থন মূল্যের মঞ্জুরি দিয়েছে। কৃষকরা খরচের থেকে প্রায় ৫০ থেকে ৮৩ শতাংশ বেশি দাম পাবে।

কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র তোমার বলেন, এই বছর এত সমস্যার পরেও ব্যাপক ফসল হয়েছে। গম ৩৬০ লক্ষ মেট্রিক টনের বেশি কেনা হয়েছে। ধান ৩ লক্ষ ৯৫ হাজার টন কেনা হয়েছে।

 

সম্পর্কিত খবর