বাংলাহান্ট ডেস্কঃ পাখির থেকে ফসল রক্ষা করতে বাংলা তথা দেশের বিভিন্ন অঞ্চলে কাকতাড়ুয়ার প্রচলন বহুদিন। কিন্তু পঙ্গপাল থেকে বাঁচতে তেমন কোনো উপায় নেই। এবার পঙ্গপাল (locusts) থেকে ফসল রক্ষা করতে এরোপ্লেন আবিষ্কার কৃষকের (farmer)। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই এরোপ্লেনের ভিডিও ভাইরাল (viral video)। কৃষকের বুদ্ধিকে ধন্য ধন্য করছেন নেটাগরিকেরা।
একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে যাতে এক কৃষক পঙ্গপালের ঝাঁক থেকে ক্ষেতকে সুরক্ষিত রাখতে বানিয়েছেন এরোপ্লেন। যেটি ফ্যান ব্লেড, একটি প্লাস্টিকের বোতল, একটি ক্যান এবং একটি কার্ডবোর্ডের লেজ দিয়ে তৈরি। এরোপ্লেনটি উড়তে না পারলেও তীব্র আওয়াজ করে যা পঙ্গপালকে ক্ষেত থেকে দূরে রাখার জন্য যথেষ্ট ।
टिड्डी अविष्कार की जननी है !#Locust is the mother of inventions !#Jugad #Jugadrocks #TiddiAttack #Tiddi #LocustAttack #LocustSwarms #LocustInvasion #locustattacks #locusts pic.twitter.com/R3yuBEEUYm
— RAHUL SRIVASTAV (@upcoprahul) June 2, 2020
https://twitter.com/saurabhsriLive/status/1267652817986048002?s=19
গত তিন দশকের সবচেয়ে বড় পঙ্গপালের আক্রমণ হয়েছে ভারতে । রাজস্থান, পঞ্জাব , হরিয়ানা , উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের একাধিক গ্রামে ও শহরে ঢুকে পড়েছে পঙ্গপালের দল। হানা দিয়েছে ফসলের জমিতে। পতঙ্গবিদদের ধারনা, ভারতে ৮ হাজার কোটি নতুন পঙ্গপাল জন্ম নেবে। পঙ্গপাল থেকে সুরক্ষিত নয় বাংলাও ৷ অনেকেই মনে করছেন আমফান পরবর্তী বাংলার আবহাওয়া সফট টার্গেট হতে পারে এই পতঙ্গের।
Simple and awesome invention.
— Arun Kumar (@labakdas) June 2, 2020
— Aprajita Mehra (@aprajita_mehra) June 2, 2020
পঙ্গপাল যে কতখানি মারাত্মক তা ‘সহজ পাঠ’ থেকেই প্রতিটি বাঙালি শিশুর ধারনা আছে। এই পরিযায়ী পতঙ্গটির দল একাই যে কোনো দেশে দুর্ভিক্ষ আনার জন্য যথেষ্ট। মাইলের পর মাইল লম্বা দলগুলি গোগ্রাসে সাঙ্গ করে দিতে দেশের ফসল। স্বাভাবিকভাবেই মহামারির সময়ে এই পতঙ্গের আক্রমণ চিন্তার ভাঁজ ফেলেছে ভারতবাসীর কপালে।
https://twitter.com/KHAJAMO86120258/status/1267746736853921794?s=19
পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে পঙ্গপালের বিশাল দল। রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলের ফসল নষ্ট করেছে এই পঙ্গপালের দল। আতঙ্কে হরিয়ানা, মধ্যপ্রদেশের চাষীরাও। ইতিমধ্যে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ভারত—পাক সীমান্তে সামনের মাসেই আট হাজার কোটি পঙ্গপালের জন্ম হতে পারে। বর্ষাকালে ভারতের স্যাঁতসেঁতে পরিবেশে পঙ্গপাল ডিম পারে, আগামী জুনেই ভারত পাক সীমান্তে নিজেদের দলে নতুন ৮ হাজার কোটি সদস্য যোগ করে নিতে পারে তারা।