বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকায় অশ্বেত জর্জ ফ্লয়েডের (George Floyd) মৃত্যুর পর হওয়া হিংসা নিয়ে একদিকে যেমন সরকার আর পুলিশের সমালোচনা হচ্ছে। তেমনই আরেকদিকে এক ভারতীয় নাগরিকের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নাগরিক রাহুল দুবেকে (Rahul Dubey) হিরো হিসেবে দেখানো হচ্ছে। প্রসঙ্গত, ওয়াশিংটন ডিসির বাসিন্দা রাহুল কমপক্ষে ৭০ জন বিক্ষোভকারীকে সেই সময় ঘরে শরণ দিয়েছিলেন, যখন পুলিশ তাদের শান্ত করার জন্য বল প্রয়োগ করেছিল।
রাহুল কার্ফু শেষ হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের জন্য নিজের ঘরের দরজা খুলে দেন। ওনার এই মানবতার জন্যই চারিদিকে ওনার প্রশংসা হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, রাহুল আমেরিকায় হেলথকেয়ার সেবার সাথে যুক্ত।
একটি রিপোর্ট অনুযায়ী, রাহুল এমন সময় প্রদর্শনকারীদের শরণ দেন, যখন পুলিশ ওই প্রদর্শনকারীদের নিয়ন্ত্রণ করার জন্য বল প্রয়োগ করছিল। তাদের উপর পেপার স্প্রেও ব্যবহার করা হয়। আন্দোলনকারীরা চিল্লাতে চিল্লাতে এদিক ওদিক দৌড়াচ্ছিল। তখন রাহুল তাদের জন্য নিজের বাড়ির দরজা খুলে দেয়।
NBC ওয়াশিংটনের সাথে কথা বলার সময় রাহুল দুবে বলেন, ‘ভিড় একদিক থেকে আরেকদিকে দৌড়াচ্ছিল, আমি শুধু দরজা খুলে তাদের বাড়ির ভিতরে ধুকিয়েছি। ঝড় আসলে আমরা এই কাজই করি। উল্লেখ্য, জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আমেরিকায় বড়সড় দাঙ্গা ছড়িয়ে পড়ে।
হাজার হাজার মানুষ রাস্তায় নামে। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে যায় যে, সরকার ওয়াশিংটন সমেত অনেক শহরেই কার্ফু জারি করে দেয়। লস অ্যাঞ্জেলস, ফিলাদেলফিয়া, আটলান্টা আর সিএটল শহরেও আন্দোলন এবং র্যালি হয়।