বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য (chanakya) একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।
চাণক্য তাঁর চাণক্য নীতিতে শিশুদের যথার্থ মানুষ করে তোলবার জন্য বেশ কয়েকটি উপদেশ লিখে গিয়েছেন। মা বাবার দায়িত্বের কথাও তিনি উল্লেখ করেছেন এই গ্রন্থে।
সর্বক্ষণ বাচ্চাদের ওপর পড়াশোনার চাপ দেওয়া উচিত নয়
বর্তমানে অত্যধিক প্রতিযোগিতার জন্য মা বাবা বাচ্চাদের ওপর পড়াশোনা নিয়ে বেশি চাপ দেন। কিন্তু সেটা উচিত নয়। চাণক্যের মতে শিশু মনে অত্যধিক চাপ ও ভয় থাকা একদমই উচিত নয়। এতে শিশুদের মনোবল ভেঙে যায়, তাদের মনে গভীর প্রভাব পড়ে।
বাড়ির পরিবেশ যেন সুস্থ থাকে
বাড়ির পরিবেশ অসুস্থ হলে তার প্রভাব শিশুমনে খুব তাড়াতাড়ি পড়ে। এই জন্য মা বাবাকে খেয়াল রাখতে হবে যাতে বাড়ির পরিবেশ শিশুর অনুকুল হয়। বাড়ির পরিবেশ হওয়া উচিত শান্তিপূর্ণ ও নিয়মের অধীন। মা বাবাকে শিশুর সামনে আদর্শবান হয়ে উঠতে হবে।
শিশুদের সামনে কলহ বিবাদ করা উচিত নয়
শিশুদের সামনে কলহ, বিবাদ করলে তার ঋণাত্মক প্রভাব পড়ে শিশুমনে। তারা হিংস্র হয়ে ওঠে। এসব বাচ্চাদের হৃদয় কঠিন হয়ে যায়। অনেক সময় তারা খারাপ রাস্তাতেও পা বাড়ায়। এই কারনে বাড়িতে শান্তি বজায় রাখা জরুরি।