বাংলা হান্ট ডেস্ক : মার্চের 23 তারিখ থেকে শুরু করে টানা লকডাউন এর জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা রাজ্য। ধীরে ধীরে আনলক ১ এ করোনার আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। তবে এখনো স্বাভাবিক হয়নি রাজ্যের যানবাহন পরিষেবা।
এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মানবিকতার পরিচয় দেখাতে দেখা গিয়েছে। মানবিকতার দেখতে দেখা গিয়েছে সম্প্রতি সরকারি ও বেসরকারি অফিস খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিধি নিয়ম মেনে সামাজিক দূরত্ব মেনে এবং মাক্স পড়ে 50 থেকে 70 শতাংশ কর্মী নিয়ে কাজ করার কথা বলেছেন তিনি তবে এক্ষেত্রেও মানবিকতার পরিচয় দিতে দেখা দিয়েছে মমতা ব্যানার্জিকে।
অফিসে ঢুকতে দেরি হলেও লাল কালি পড়বে না সরকারি কর্মচারীদের। আজ মমতা ব্যানার্জি বলেন,” রাজ্যে এখনও সব স্বাভাবিক নয় অফিস আসতে দেরি হলে লাল কালি পড়বে না সাবধানে ধীরে সুস্থে আসুন সকলে সরকার সবসময় মানবিক।’ সরকারের এমন মানবিক সিদ্ধান্তে খুশি সমস্ত সরকারি কর্মচারী মহল।