বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনার (corona) জেরে সারা বিশ্ব তোলপাড়। ক্রমেই বেড়ে চলেছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউন শিথিল হওয়ার সঙ্গেই পশ্চিমবঙ্গে (West bengal) লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৮৭৬ জন। এর পাশপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন।
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৩ জন। তবে, আরেকটি দিকে আশার আলো দেখা যাচ্ছে যে, মৃতের সংখ্যা বাড়লেও ১৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বেড়ে হল ২,৭৬৮ জন। এই মুহূর্তে রাজ্যে করোনার সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ওঠার হার ৪০.২৫ শতাংশ। এখনও হাসপাতালে আক্রান্তের সংখ্যা ৩,৭৫৩ জন।
উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে কলকাতায়৷ তারপরেই হাওড়া ও হুগলি৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪৷ মৃত্যু হয়েছে ৫ জনের৷ হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০৷ পিছিয়ে নেই হুগলি৷ গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৪৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে৷
হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের৷ দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের৷ উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷