বাংলাহান্ট ডেস্কঃ জমি চাষ করতে গিয়ে লাঙলে বাঁধল ঠেকা, মাটি খুঁড়ে দেখাতে পেল নিচে রয়েছে প্রচুর ধনরাশি (Antiques wealth)। গল্প বলে মনে হলেও, এটি বাস্তব সত্যি। তেলঙ্গানার (Telangana) সাংদারদী জেলার জহিরাবাদের এক কৃষকের সঙ্গে সম্প্রতি এরকমই এক অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা ঘটেছে।
মাটি খুঁড়তেই বেরল ধসম্পদ
ইয়ারগাদাপল্লি গ্রামের কৃষক ইয়াকুব আলী ফসল উৎপাদনের কারণে নিজের জমিতে মাটি খুঁড়ছিলেন। মাটি খুঁড়তে গিয়ে আচমকাই তাঁর লাঙলটি মাটির নিচে বেশ শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খায়। কৌতূহল বশত বেশ কিছুটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ল বিপুল রত্নভাণ্ডার (Jewelry)। ধীরে ধীরে লোকজনের ভিড় পরে যায় দুর্মূল্য জিনিস দেখাতে।
উদ্ধার হয় প্রাচীন কালের সম্পদ
প্রাচীন কালের বেশ কিছু ধনরত্ন উঠে এল মাটির চীন থেকে। সেখানে রয়েছে সোনা, রূপা এবং তামার অলঙ্কার, এবং সেই সঙ্গে প্রচুর দুর্লভ এবং মহামূল্য দুষ্প্রাপ্য রত্ন। একটি ব্রোঞ্জের পাত্র ভর্তি প্রাচীন কালের অলঙ্কার। আশ্চর্য এই ঘটনা ঘটায় ইয়াকুব আলী তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনকে সমস্ত বিষয়টি খোলশা করে জানায়। ঘটনাস্থলে তারা উপস্থিত হয়ে আরও খনন কার্য চালিয়ে সেখান থেকে ২৫ টি সোনার কয়েন, গলার অলঙ্কার, আংটি, ধাতব পাত্র উদ্ধার করে।
নিজামের যুগের সম্পদ বলে আশঙ্কা
প্রাচীন কালে জহিরাবাদ মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলা যাওয়ার রাস্তায় আওরঙ্গবাদ নিজামদের প্রথম রাজধানী ছিল। বিশ্বের সবচেয়ে ধনী নিজামেরা থাকতেন এই অঞ্চলে। পৃথিবী খ্যাত কোহিনূর হীরাটির উৎপত্তি স্থলও এখানকার এই গোলকান্দার খনি। তাই আশঙ্কা করা হচ্ছে, মাটি খুঁড়ে যেসমস্ত জিনিসপত্র পাওয়া গেছে, তা নিজামের যুগের হতে পারে। তবে দুষ্প্রাপ্য এই সমস্ত জিনিস পুলিশ উদ্ধার করে প্রত্নতত্ত্ব বিভাগে পাঠিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা এই সমস্ত সোনার কয়েন, অলঙ্কার এবং ধাতব পাত্র দেখে পরীক্ষার মাধ্যমে এই জিনিসপত্রের সময়কাল নির্ধারণ করবেন।