যারা এমন কাজ করে তারা মানুষ নয় রাক্ষস! কেরলে হাতি মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানালেন সুনীল ছেত্রী।

কেরলে গর্ভবতী হাতিকে যেভাবে নিশংস ভাবে হত্যা করা হয়েছে তার জেরে প্রতিবাদে সরব গোটা দেশ। ইতিমধ্যেই গর্ভবতী হাতিকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মা। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিরাট এবং রোহিত। এবার সেই হতভাগ্য হাতির করুণ মৃত্যুর প্রতিবাদে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

নিশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী লিখেছেন, “মানুষ কিভাবে একজন গর্ভবতী, নিরীহ হাতিকে পেয়ে এইরকম আচরণ করতে পারেন সেটা ভাবতে পারছি না। এইরকম কাজ কোনো মানুষ করতে পারে না, যে এই কাজ করেছে সে নিশ্চয়ই কোন রাক্ষস। প্রকৃতির সাথে এমন নির্মম অন্যায়ের খেসারত দিতে হবে তাকে। যারা এমন কুরুচিকর কাজ করতে পারে তারা কিভাবে নিজেদের মানুষ হিসেবে পরিচয় দেয়?

IMG 20200605 085605

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনায় তিনজন অভিযুক্তকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্তের কোনো প্রকার ঢিলেমি করা হয়নি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি ব্যবস্থা হবে বলে জানিয়েছেন তিনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর