বাংলাহান্ট ডেস্ক: ফের মানুষের এক নিষ্ঠু্র মুখ দেখল ভারতবাসী। কেরলের (kerala) মালাপ্পুরম জেলায় বিষ্ফোরকে ভরা আনারস খাইয়ে হত্যা করা হল এক গর্ভবতী হাতিকে (elephant)। সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল মালাপ্পুরম জেলার মানুষের একাংশ।
এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশের সর্বত্র। সাধারন মানুষ থেকে তারকা সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন এই পাশবিক ঘটনা দেখে। আঁকা ছবি, কার্টুন, লেখায় বারে বারে উঠে আসছে হাতিটির প্রতি মানুষের অত্যাচারের কথা। এবার হতাশা, ক্ষোভ উগরে দিলেন বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (shraddha kapoor)। এই নৃশংস ঘটনা নিয়ে পিটিশন ফাইল করারও অনুরোধ জানিয়েছেন তিনি।
টুইটে অভিনেত্রী লিখেছেন, ‘কিভাবে? কিকরে এমন ঘটনা ঘটতে পারে? মানুষের কি মন বলে কিছু নেই? আমার হৃদয় ব্যথিত। যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের কঠোর শাস্তি পাওয়া উচিত।’ টুইটে কেরলের মুখ্যমন্ত্রীর দপ্তর ও পেটা ইন্ডিয়া কেও ট্যাগ করেছেন শ্রদ্ধা। এর আগেও পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।
How??????
How can something like this happen???
Do people not have hearts???
My heart has shattered and broken…
The perpetrators need to be punished in the STRICTEST way. @PetaIndia @CMOKerala pic.twitter.com/697VQXYvmb— Shraddha (@ShraddhaKapoor) June 2, 2020
https://www.instagram.com/p/CA9qLe8p6yA/?igshid=1kvsk4r7v6mq
ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্কা শর্মাও। নিজের ইনস্টা হ্যান্ডেলে একজন শিল্পীর একটি হাতে আঁকা ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘কেরলের মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন জানাচ্ছি এই ঘটনার নেপথ্যে থাকা মানুষদের খুঁজে বার করতে ও যথাযোগ্য শাস্তিদান করতে। কেরলে এক গর্ভবতী হাতিকে আনারসের মধ্যে বাজি ভরে খাওয়ানো হয়। সেই বাজিগুলো তার মুখেই ফেটে যায় ও চোয়ালের ক্ষতি হয়। সারা গ্রামে ঘুরে বেরিয়ে শেষে একটি পুকুরের মধ্যে দাঁড়িয়ে সে মৃত্যুবরণ করে।’
অনুষ্কা আরও লেখেন, খারাপ মানুষ আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। প্রচণ্ড কষ্টে থাকলেও হাতিটি কারওর ক্ষতি করেনি। অভিনেত্রীর পোস্টে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। পশুপ্রেমী বলে পরিচিত অনুষ্কা খুবই ভেঙে পড়েছেন এই ঘটনায়।
টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন অক্ষয় কুমার ও বিরাট কোহলিও। অক্ষয় লিখেছেন, ‘হয়তো পশুরা কম বন্য ও মানুষ কম মানবিক। হাতিটির সঙ্গে যা হল তা দুঃখজনক, অমানবিক। এটা মেনে নেওয়া যায় না। দোষীদের কঠিন শাস্তি হওয়া উচিত।’