ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার।

একজন সাধারণ মানুষের মানসিক অবসাদ নানান কারণে হতে পারে, ক্রিকেটারদের ক্ষেত্রে মানসিক অবসাদ হয় যখন তারা দীর্ঘদিন দলে সুযোগ পান না অথবা দীর্ঘ দিন অফ ফর্মে থাকলে একজন ক্রিকেটার মানসিক অবসাদের মধ্যে চলে যেতে পারেন। কখনো কখনো এই মানসিক অবসাদ মানুষকে এতটাই ঘিরে ধরে যে মানুষ আত্মহত্যার পথে পা বাড়াতে শুরু করে। আর এমটাই ঘটেছে ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা সাথে। এইদিন তিনি নিজের মুখেই স্বীকার করে নিলেন এমন ঘটনার কথা।

রবিন উথাপ্পা আইপিএলে দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেছেন। কিন্তু এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স থেকে রাজস্থান রয়্যালসে চলে গিয়েছেন তিনি। আর তারপরেই রাজস্থান রয়্যালসের এক সাক্ষাৎকারে রবিন উথাপ্পা তার জীবনের অন্ধকার দিকটি তুলে ধরেন।

4592426c9eceda3481402e0e41edf9ade520dde6349b9a6696803d178b9d0e13744c2a7

এইদিন রবিন উত্থাপা জানিয়েছেন তার জীবনে 2009 সালে এক চরম হতাশা নেমে আসে। সেই হতাশার সাথে প্রায় দুই বছর লড়াই করে যেতে হয়েছিল রবিন উথাপ্পা কে। বাইশ গজে দীর্ঘদিন আমার অফ ফর্ম চলছিল। সেই সময় আমি বাড়ির ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কথা ভেবেছিলাম। সেই সময় প্রত্যেকদিন আমার মনের ভেতর আত্মহত্যা করার কথা চেপে বসতো।

Udayan Biswas

সম্পর্কিত খবর