বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েকমাসে বারবার মৃদু ভূমিকম্প (earthquake) অনুভূত হয়ে ভারতের (india) রাজধানী দিল্লিতে (delhi)। পরিসংখ্যান বলছে, ২০২০ সালের ১২ ই এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত দিল্লি এলাকায় মোট ১০ বার ভূ-কম্পন হয়েছে। এবার সেখান থেকেই বড় সড় কম্পনের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই সব ছোট কম্পন বড় বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে।
বড় ধরনের বিপর্যয় হলে বিরাট ক্ষতি হবে দিল্লি ও নয়ডার। আইআইটি-র গবেষক চন্দন ঘোষ জানিয়েছেন, সিসমিক জোন ৪-এ অবস্থিত দিল্লিতে ভূমিকম্প প্রতিরোধের নূন্যতম নিয়ম মেনে বাড়ি তৈরি হচ্ছে না। যার ফলে বড় ভূমিকম্প হলে এক লহমায় তাসের ঘরের মত ভেঙে পড়বে দেশের রাজধানী।
ইন্ডিয়ান মেটেরোলোজি ডিপার্টমেন্টের প্রাক্তন কর্তা ড. এ কে শুক্লা জানিয়েছেন, যে কোন মুহূর্তে দিল্লিতে রিখটার স্কেলে ৬ থেকে ৬.৫ মাত্রায় ভূমিকম্প হতে পারে।
প্রসঙ্গত, আজ শুক্রবার সকালে কর্ণাটক ও ঝাড়খণ্ডে ভূমিকম্পের প্রবণতা অনুভূত হয়েছিল। আজ সকাল ৬ টা ৫৫ মিনিটে কর্ণাটকের হাম্পিতে রিখটার স্কেলে ৪.০ মাত্রার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। এ ছাড়া একই সময়ে ঝাড়খণ্ডের জামশেদপুরে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তথ্য দিয়েছে।
বুধবার রাতে দিল্লি সংলগ্ন নয়েডায় কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর তীব্রতা ৩.২ পরিমাপ করা হয়েছিল। ২৯শে মে তেও দিল্লি-এনসিআর-এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল