বাংলা হান্ট ডেস্কঃ মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। যদিও এখনো পর্যন্ত এই খবরের সত্যতা জানা যায়নি, তবুও শোনা যাচ্ছে যে করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দাউদের। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দাউদের মৃত্যুর খবর ভাইরাল হচ্ছে।
আপনাদের জানিয়ে দিই, শুক্রবার সস্ত্রীক দাউদ করোনায় আক্রান্ত হয়ে করাচির মিলিটারি হাসপাতালে ভর্তি হয়েছিল বলে খবর পাওয়া যাচ্ছিল।
ভারতের সবথেকে বড় শত্রুদের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে পাকিস্তানের এই কুখ্যাত জঙ্গি দাউদ। ১৯৯৩ সালে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ছিল দাউদ। আর ওই হামলা করিয়েই সে পাকিস্তানে গিয়ে আশ্রয় নেয়। দাউদের বিষয়ে গোটা বিশ্বই কম বেশি জানে।
কিন্তু দাউদের পরিবারের বিষয়ে অনেক কিছুই অজানা। কারণ দাউদের পরিবারকে সবসময় মানুষের আড়ালে রাখা হয়। দাউদের স্ত্রীর নাম মেহজাবিন (জুবিনা)। দাউদ আর জুবিনা’র চারটি সন্তান আছে। মাহরুখ, মাহরিন আর মারিয়া নামের তিনটি মেয়ে আর মইন নামের একটি ছেলে আছে এই ডনের।